৯২২ পদে সমন্বিত ১০ ব্যাংকের চাকরির পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ। এডমিট কার্ড ডাউনলো করা যাবে ৩১-০৭-২০২৩ তারিখ পর্যন্ত। ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ (Job ID-10180) এর ২০২১ সাল ভিত্তিক ৯২২টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড প্রসঙ্গে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে (সোনালী ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ,
অগ্রণী ব্যাংক লিঃ, রূপালী ব্যাংক লিঃ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ) ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ (Job ID-10180) এর ২০২১ সাল ভিত্তিক ৯২২টি শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিগত ২৯/১২/২০২২ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর-১৩৭/২০২২ এর সূত্রে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে।
এডমিট কার্ড: https://erecruitment.bb.org.bd
সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার (জেনারেল) এডমিট কার্ড ২০২৩
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩১/০৭/২০২৩ তারিখের মধ্যে উল্লিখিত ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের/সংগ্রহের সুযোগ থাকবে না ।
এ বিষয়ে প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ইমেইলে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা যাচ্ছে।