৪৫তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৩

৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ। বিগত ১৯.০৫.২০২৩ তারিখে অনুষ্ঠিত ৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ৭ এবং ৩০/১১/২০২২ তারিখে জারীকৃত ৪৫তম বি.সি.এস. পরীক্ষা ২০২২ এর বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নিম্নে ২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত শর্তে নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা ৪৫তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে (provisionally) উত্তীর্ণ হয়েছেন।

 

৪৫তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৩

৪৫তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল ২০২৩ pdf

২. সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, কমিশন কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস/সনদ/প্রত্যয়ন উপস্থাপন না করলে, প্রতারণার আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পারিং (tampering) বা পরিবর্তন করলে এবং আবেদনপত্রে গুরুতর (substantive) কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে; এমনকি উক্ত প্রার্থীকে সার্ভিসে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ যে কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

 

৩. ফলাফল কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে। তা ছাড়া, টেলিটক বাংলাদেশ লিঃ-এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন মোবাইল হতে sms করে ৪৫তম বি.সি.এস.-এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল জানা যাবে :

8. Format: PSC<Space>45<Space>Registration Number লিখে ১৬২২২-তে পাঠাতে হবে। ফিরতি Message-এ Registration Number সহ Qualified অথবা Not Qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে।

  • Example : PSC 45 123456 send to 16222
  • ৪৫তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষা আগামী অক্টোবর, ২০২৩ সালে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

44th Viva Exam Schedule 2024 – bpsc.gov.bd Viva Schedule

44th B.C.S. Exam 2021 Written Exam B.C.S. passed for its general cadre posts. The oral …