২০১৮-১৯ অর্থবছ‌রের বাজেট নিয়ে প্রশ্ন ও উওর

 

আপ‌ডেট:দে‌শের ৪৮তম বা‌জেট পেশ।

”২০১৮-১৯ অর্থবছ‌রে বাজে‌টের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা”

১| এটি হচ্ছে

a) দেশের ৪৭তম

b) আওয়ামী লীগ সরকারের ১৯ত 

c) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১২তম আর টানা দশম বাজেট।

২| ‌ঘোষণা ক‌রে: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

৩| প্রস্তাবিত বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে:- ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা।

a) এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় হ‌বে: ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা।

b) বৈদেশিক অনুদান থেকে পাওয়া যা‌বে: ৪ হাজার ৫১ কোটি।

c) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্ধ: ১লাখ ৭৩ হাজার কোটি টাকা।

*** বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত।

*** করপোরেট কর হার কমছে আড়াই শতাংশ।

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

44th Viva Exam Schedule 2024 – bpsc.gov.bd Viva Schedule

44th B.C.S. Exam 2021 Written Exam B.C.S. passed for its general cadre posts. The oral …