২০১৮-১৯ অর্থবছ‌রের বাজেট নিয়ে প্রশ্ন ও উওর

 

আপ‌ডেট:দে‌শের ৪৮তম বা‌জেট পেশ।

”২০১৮-১৯ অর্থবছ‌রে বাজে‌টের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা”

১| এটি হচ্ছে

a) দেশের ৪৭তম

b) আওয়ামী লীগ সরকারের ১৯ত 

c) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১২তম আর টানা দশম বাজেট।

২| ‌ঘোষণা ক‌রে: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

৩| প্রস্তাবিত বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে:- ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা।

a) এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় হ‌বে: ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা।

b) বৈদেশিক অনুদান থেকে পাওয়া যা‌বে: ৪ হাজার ৫১ কোটি।

c) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্ধ: ১লাখ ৭৩ হাজার কোটি টাকা।

*** বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত।

*** করপোরেট কর হার কমছে আড়াই শতাংশ।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin