জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এর আওতাধীন রাজস্ব প্রশাসনের ২০তম গ্রেডের ৪র্থ শ্রেণির “অফিস সহায়ক” পদে জনবল নিয়োগের নিমিত্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৫ এপ্রিল ২০২৩ তারিখ অনুষ্ঠিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আজ ১৬-০৪-২০২৩ তারিখ অনুষ্ঠিত হয়। তৎপ্রেক্ষিতে সরকারি বিধি মোতাবেক সকল প্রকার কোটা অনুসরণপূর্বক লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিম্নোক্ত ছকে নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে নিয়োগ কমিটি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
ভূমি মন্ত্রণালয়ের ২১ মার্চ ২০২৩ তারিখের পত্রের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র ও গত ২২ মার্চ 2023 তারিখের স্মারকমূলে প্রকাশিত বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এর আওতাধীন রাজস্ব প্রশাসনের ২০তম গ্রেডের ৪র্থ শ্রেণির “অফিস সহায়ক” পদে বৈধ প্রার্থীদের লিখিত পরীক্ষা অদ্য ১৫-০৪-২০২৩ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুল (চাষাড়া), নারায়ণগঞ্জ এ অনুষ্ঠিত হয়েছে। উক্ত লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন (মেধাক্রম অনুসারে নয়)।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩
- উক্ত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৬-০৪-২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ এর অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। - মৌখিক পরীক্ষার ফলাফল জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এর নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট (www.narayanganj.gov.bd) এর মাধ্যমে জানা যাবে।
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত আবশ্যিকভাবে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয় পত্র, লিখিত পরীক্ষার
প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য সনদের মূল কপি এবং সকল সনদ ও কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে
আনতে হবে। উল্লেখ্য, মূল জাতীয় পরিচত্রপত্র প্রদর্শন ব্যতিরেকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। - নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশপত্রে উল্লিখিত সকল শর্তাবলী বলবৎ থাকবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই
চূড়ান্ত বলে গণ্য হবে।
জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নারায়ণয়গঞ্জ “নিরাপত্তা প্রহরী” পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত। উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নারায়ণগঞ্জ এর “নিরাপত্তা প্রহরী” শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অদ্য ১৫/০৪/২০২৩ তারিখ গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল নিম্নে প্রকাশ করা হলো।
মৌখিক পরীক্ষা আগামী ১৬/০৪/২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এর অফিস
কক্ষে অনুষ্ঠিত হবে।