LGED তে (work assistant) পদের ভাইভা অভিজ্ঞতা। এলজিইডি কার্যসহকারী পদের ভাইভা অভিজ্ঞতা – LGED work assistant Viva Experience। তারিখ: ৫/৪/২০২৩ ইং। বোর্ড নং- ৩। বোর্ড সদস্য- ৪ জন।(একজন ম্যাডাম এবং তিনজন স্যার। সম্ভবত ম্যাডাম ই মার্ক ডিস্ট্রিবিউশন করেন)। সিরিয়াল – ২১। সময়: ৪/৫ নিনিট।
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সালাম দিয়ে দাঁড়িয়ে থেকেই সার্টিফিকেট গুলো স্যারের কাছে দিলাম।
স্যার সালামের উত্তর নিয়ে বসার জন্য বললেন।তারপর বসে খাতায় সাইন করলাম।
ম্যাডাম: নাম কি.? চাকরি করেন?
আমি: উত্তর বললাম।
৩য় স্যার: জুয়েলারি দোকানে কি কি পাওয়া যায়?
আমি: উত্তর বললাম।
১ম স্যার: আবার নাম জিজ্ঞেস করে কোথায় থেকে এসেছি, কোন বিষয়ে পড়াশোনা করেছি, কোথায় পড়াশোনা করেছি জানতে চাইলেন।
আমি: উত্তর বললাম।
ম্যাডাম: বাংলাদেশের মৌসুমি ফসলগুলোকে কয় ভাগে ভাগ করেছে?
আমি: উত্তর বললাম (প্রশ্ন শুনে রীতিমতো অবাক হলাম। কোন বিষয়ে পড়াশোনা করেছি আর প্রশ্ন কোথায় থেকে করছে।
ম্যডাম: খরিপ মৌসুমেকে কয়ভাগে ভাগ করেছে?
আমি : উত্তর বললাম।(মনে ছিলোনা। অনুমান করে উত্তর বললাম – খরিপ১; খরিপ ২। বুজলাম ম্যাডাম উত্তর নিয়েছেন)
ম্যাডাম: রবি মৌসুমের কয়েকটা ফসলের নাম বলেন।
আমি: উত্তর বললাম।
২য় স্যার: সাধারণত আমাদের দেশের চাষযোগ্য জমিগুলোর আকৃতি কেমন হয়?
আমি: একটু ভেবে উত্তর বললাম।
২য় স্যার: আপনি কিভাবে আয়াতাকৃতি জমিগুলো পরিমাপ করবেন?
আমি: উত্তর বললাম।
২য় স্যার: আয়াতাক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলেন।
আমি: বললাম।
২য় স্যার: সংজ্ঞা বলেন।
আমি: বললাম।
৩য় স্যার: সবকটি বাহু সমান হয়ে গেলে কি হবে?
আমি: বললাম।
২য় স্যার: আচ্ছা বলুন work assistant এর কাজ কি?
আমি: বললাম।
২য় স্যার: আপনার চাকরিতে বিভিন্ন বিষয়ে পরিমাপ করতে হবে। বলেন এক গজ সমান কত ইঞ্চ?
আমি: মনে আসছিলো না। দু:খিত বললাম।
৩য় স্যার: আচ্ছা বলুন কত ফুটে এক গজ?
আমি: বললাম।
৩য় স্যার: কত ইঞ্চিতে এক ফুট?
আমি: বললাম।
৩য় স্যার : হেসে হেসে বললেন, এবার বলেন এক গজ সমান কত ইঞ্চি?
আমি: হেসে হেসে উত্তর দিলাম।
ম্যাডাম: আচ্ছা, আর কি প্রশ্ন করব আপনাকে।
ঠিকাছে আপনি আসুন। ধন্যবাদ।
আমি: সবাইকে ধন্যবাদ দিয়ে এবং সালাম দিয়ে কাগজগুলো নিয়ে বের হয়ে আসলাম।
বি:দ্র: স্যারেরা খুবুই আন্তরিক এবং হেল্পফুল।।
সবার জন্য শুভকামনা রইলো।