ডাচ বাংলা ব্যাংক টিও পদে ভাইভা অভিজ্ঞতা

ডাচ বাংলার ব্যাংকের টিও পদে আজকের ভাইভা অভিজ্ঞতা। ডাচ বাংলা ব্যাংক টিও পদে ভাইভা অভিজ্ঞতা। সময়:২:১৫। আমার সিরিয়াল: ২০০তম ।

আমি:অনুমতি নিয়ে প্রবেশ করলাম। ঢুকে সালাম দিলাম।
স্যার: হাসিমুখে বসতে বললেন।
স্যার: আপনার বাসা মেহেরপুর।
আমি: জি স্যার।
স্যার:আপনি ভাল কলেজ থেকে পড়েছেন। তাহলে প্রাইভেট ভার্সিটিতে কেন? স্পেশালী এই ভার্সিটি কেন?(একটা অখ্যাত প্রাইভেট ভার্সিটি)। এমবিএ রেজাল্ট কবে হয়েছে?(একটা পাব্লিক ইউনিভার্সিটি থেকে)?
আমি:উত্তর দিলাম।

 

স্যার: এতোদিন কি করেছেন?
আমি:ব্যবসা করতাম, ভাল চলছিল।করোনাকালীন আর রান করতে পারিনি।
স্যার: আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ভিসির নাম অমক। আমার পরিচিত। কিন্তু এখানে পড়া ঠিক হয়নি। এখানে কেম্নে ভর্তি হলেন?
আমি:উত্তর করলাম
স্যার:আপনার মেহেরপুর এ আমাদের ব্রাঞ্চ আছে?
আমি: জি স্যার মেহেরপুর আছে, আর আমাদের বাসা গাংনী উপজেলা,ওখানেও আছে।

 

স্যার: আচ্ছা,ঠিক আছে আপনি আসতে পারেন।
আমি : ধন্যবাদ দিয়ে,সালাম দিলাম। তারপর বের হয়ে এলাম।
বি:দ্র: বোর্ডের স্যাররা খুবই আন্তরিক ও হাস্যজ্বল। রুজির মালিক আল্লাহ, আরো ২ প্রাইভেট ব্যাংকের ভাইভা রেজাল্ট পেন্ডিং। আজকে দিয়ে ৩টা। আল্লাহ আমার জন্য যা রেখেছেন তা আমার কাছে আসবেই। আপনাদের সকলেই প্রতি দোয়া ও শুভকামনা রইলো।আল্লাহ সব বেকারের রুজির ব্যবস্থা করে দিন।আমিন।
কপিরাইট – আখতারুজ্জামান

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন

এলজিইডি কার্যসহকারী পদের ভাইভা অভিজ্ঞতা – LGED work assistant Viva Experience

LGED তে (work assistant) পদের ভাইভা অভিজ্ঞতা। এলজিইডি কার্যসহকারী পদের ভাইভা অভিজ্ঞতা – LGED work …