ডাচ বাংলার ব্যাংকের টিও পদে আজকের ভাইভা অভিজ্ঞতা। ডাচ বাংলা ব্যাংক টিও পদে ভাইভা অভিজ্ঞতা। সময়:২:১৫। আমার সিরিয়াল: ২০০তম ।
আমি:অনুমতি নিয়ে প্রবেশ করলাম। ঢুকে সালাম দিলাম।
স্যার: হাসিমুখে বসতে বললেন।
স্যার: আপনার বাসা মেহেরপুর।
আমি: জি স্যার।
স্যার:আপনি ভাল কলেজ থেকে পড়েছেন। তাহলে প্রাইভেট ভার্সিটিতে কেন? স্পেশালী এই ভার্সিটি কেন?(একটা অখ্যাত প্রাইভেট ভার্সিটি)। এমবিএ রেজাল্ট কবে হয়েছে?(একটা পাব্লিক ইউনিভার্সিটি থেকে)?
আমি:উত্তর দিলাম।
স্যার: এতোদিন কি করেছেন?
আমি:ব্যবসা করতাম, ভাল চলছিল।করোনাকালীন আর রান করতে পারিনি।
স্যার: আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ভিসির নাম অমক। আমার পরিচিত। কিন্তু এখানে পড়া ঠিক হয়নি। এখানে কেম্নে ভর্তি হলেন?
আমি:উত্তর করলাম
স্যার:আপনার মেহেরপুর এ আমাদের ব্রাঞ্চ আছে?
আমি: জি স্যার মেহেরপুর আছে, আর আমাদের বাসা গাংনী উপজেলা,ওখানেও আছে।
স্যার: আচ্ছা,ঠিক আছে আপনি আসতে পারেন।
আমি : ধন্যবাদ দিয়ে,সালাম দিলাম। তারপর বের হয়ে এলাম।
বি:দ্র: বোর্ডের স্যাররা খুবই আন্তরিক ও হাস্যজ্বল। রুজির মালিক আল্লাহ, আরো ২ প্রাইভেট ব্যাংকের ভাইভা রেজাল্ট পেন্ডিং। আজকে দিয়ে ৩টা। আল্লাহ আমার জন্য যা রেখেছেন তা আমার কাছে আসবেই। আপনাদের সকলেই প্রতি দোয়া ও শুভকামনা রইলো।আল্লাহ সব বেকারের রুজির ব্যবস্থা করে দিন।আমিন।
কপিরাইট – আখতারুজ্জামান