প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ২০২৩

প্রাইমারিতে ৭০+ পাওয়ার উপায়। প্রথমেই একটা জিনিস ক্লিয়ার কনসেপ্ট থাকা জরুরী, প্রাথমিক নিয়োগ পরীক্ষার এমসিকিউতে টার্গেট করুন প্রিলিতে (৭০-৮০) + ভাইভাতে (১৫-১৮ ) মার্ক। তাহলেই হতে পারে একটা সিট আপনার, প্রসেসটা খুব জটিল না , ইচ্ছা করলেই সম্ভব, অসংখ্য ছাত্রছাত্রীর চাকরী হয়েছে শুধুমাত্র ভালো প্রস্তুতির মাধ্যমে । আর একটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলুন ( পরীক্ষার আগেই তো অমুক তমুক প্রশ্ন পেয়েছে , ও তো যোগাযোগ করেছে , ওর তো হবেই মামা খালু আছে)।

আপনি যদি শুধুমাত্র এমসিকিউতে ভালো করেন এভারেজ ৭০+ , আপনারই সম্ভবনা বেশি এবং মেধা ও যোগ্যতা দিয়েই চাকরি আপনারই হবে, এটা আমার একেবারে চোখে দেখা বেশ কয়েকজন এমন আছে প্রচুর মেধাবী, চাকরী এমনি হয়েছে। তাহলে এখন প্রশ্ন হল কিভাবে ভালো করব ?এখানে মনে রাখবেন ১ মার্কের ভ্যালু অনেক , প্রিলি ও ভাইভার মার্ক যোগ করে ফাইনালি আপনাকে সিলেক্টেড এর তালিকায় আসতে হবে, এখানে ১ মার্ক মিস হলে কয়েক লক্ষ ছাত্রছাত্রীর পিছনেও থাকতে পারেন, তাই প্রস্তুতি নিতে হবে সঠিক ভাবে বুলেটপ্রুফ প্রস্তুতি। তাহলে কিভাবে পড়ব ?

প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ২০২৩

 

প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: ক্যান্ডিডেটরা সাধারণত দুই ভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলেন

পদ্ধতি-১ঃ যে কোন প্রাথমিক নিয়োগ পরীক্ষার গাইড + যে কোন জব সল্যুশন + ডাইজেস্ট।

পদ্ধতি-২ঃ প্রতিটি বিষয়ের উপর বেসিক বই+ বিগত বিসিএস + বিগত প্রাইমারী ১০ সাল (প্রাথমিক নিয়োগ পরীক্ষার গাইড থেকে)

এখন কিভাবে পড়ব ? কোনটা ভালো ? এখন সোজাসাপ্টা বলি, উপরের যদি পদ্ধতি ১ এপ্লাই করেন তাহলে বিগত লক্ষ লক্ষ প্রশ্ন সমাধান বিভিন্ন জব সল্যুশন বা ডাইজেস্ট বা যে কোন গাইড থেকে করে কিছু প্রশ্ন হুবহু কমন ঠিকই পাবেন কিন্তু লক্ষ্যে কতদূর যেতে পারবেন সেটা অনিশ্চিত । তাই পদ্ধতি ২ সবচেয়ে বেস্ট। সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম এবং অংক, ইংরেজি গুছিয়ে পড়তে পারলে MCQ তে ভালো করা সম্ভব। তার আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা ভালো করে জানুন , তারপর ভালো করে শুরু করুন। তিনধাপে প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

 

প্রথম ধাপঃ বিগত সাল

প্রস্তুতির শুরুতেই বিগত সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্নপত্র পড়ে ফেলতে হবে,তারপর বিসিএস প্রিলির বিগত সালের প্রশ্ন ব্যাংক পড়ে শেষ করতে হবে,এখান থেকেই আপনি ৪০% কমন পেয়ে যাবেন+ প্রশ্নের প্যার্টান বুঝতে পারবেন।

দ্বিতীয় ধাপঃ বিষয়ভিত্তিক প্রস্তুতি

গনিত:
গনিত আর ইংরেজির উপরই নির্ভর করছে আপনার চাকরি,তাই গনিত একটি ভাল মানের বই কিনে সিলেবাস ধরে ধরে চ্যাপ্টারভিত্তক অনুশীলন করতে হবে। প্রাইমারিতে জটিল কোন ম্যাথ দিবেনা বিগত প্রাইমারি, বিসিএস এ আসা প্যার্টান ফলো করে ছোট ছোট ম্যাথ গুলো করুন।

ইংরেজী:
ভাল মানের একটা বই কিনে সিলেবাস বুঝে বিগত সালের প্যার্টান ফলো করে পড়তে থাকুন, Grammar বেশি বেশি rules নিয়া চিন্তা না করে প্রতি চ্যাপ্টারের বিগতসালে আসাগুলো বেশি করে অনুশীলন করুন। মুখস্ত পার্টে,Vocabulary, phrase & idioms,Synonyms, Antonyms, Appropriate pre. Spellings এ গুরুত্ব দিন।

বাংলা:
ব্যাকরন অংশে বেশি জোড় দিন,নবম – দশম শ্রেনীর ব্যাকরন বা অগ্রদূত বাংলা পড়ুন। সাহিত্য অংশ ২-৩ মার্কস আসে তাই মোটামুটি ধারনা থাকবে।

সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান,কম্পিউটারঃ
বাংলাদেশ অংশ থেকে বেশি প্রশ্ন আসে।তাই এ অংশে বেশি গুরুত্ব থাকবে। এ অংশে ভাল করতে বিগত সালের প্যার্টান ফলো করে একটা ডাইজেস্ট থেকে পড়ে ফেলুন এবং বিসিএস বিগত সালের প্রশ্ন ঝালাপালা করে ফেলুন,
আবারও বলছি। এক,দুমাস সময় নিয়ে বিগত Primary প্রশ্ন , Bcs বিগত সাল, নিবন্ধনের প্রশ্ন এই তিনটা পাঠ প্রথমে Solve করে ফেলুন মানে টোটস্ত করে ফেলুন।

৩য় ধাপঃ মডেল টেস্ট

যে কোন বই থেকে নিয়মিত মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিতে হবে,যদি ৭০ এর উপরে নম্বর আসে তাহলে মোটামুটি প্রস্তুতি বলা যাবে। প্রাইমারী গাইডঃ প্রফেসরস/ জর্জ/ অগ্রদূত/ পাওয়ার প্রাইমারী গাইড বা আপনার পছন্দের যে কোন একটা। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাজেশন গাইডলাইন মানবন্টন ( A to Z)

  • লিখিত (MCQ) : ৮০
  • ভাইবাঃ২০

মানবন্টনঃ

  • ১.বাংলা—————–২০
  • ২.ইংলিশ—————-২০
  • ৩.গণিত——————২০
  • ৪.সাধারন জ্ঞান +দৈনন্দিন বিজ্ঞান +কম্পিউটার=২০

বাংলা(২০)

  • ব্যাকরন-১৬
  • বাংলা সাহিত্য–৪

১.বর্ন ও ধ্বনি,দ্বিরুক্ত শব্দ————২
২.সন্ধি———————————১
৩. বাক্য শুদ্ধি ও বানান—————৩
৪.সমাস——————————–২
৫.প্রকৃতি ও প্রত্যয়———————১
৬.শব্দ———————————–১
৭.বিপরীত শব্দ————————-১
৮.সমার্থক শব্দ ——————————১
৯.এককথায় প্রকাশ——————–১
১০.বাগধারা—————————-১
১১.পদ প্রকরন————————-২
১২.কারক ও বিভক্তি——————-২
১৩. বাক্য প্রকরন———————–১
১৪.উপসর্গ, অনুসর্গ——————–১
১৫.কাল,যতিচিহ্ন———————-১
১৬অধুনিক যুগ,রবি,নজরুল———-১
১৭.উক্তি,সম্পাদক,ছদ্মনাম,উপাধি—১
১৮.মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ,উপন্যাস—–১

ইংরেজি(২০)

  • Grammar——————–13/14
  • Vocabulary( মুখস্ত part)–6/7

Literature———————–1
Parts Of Speech————————2
Tense/Right form of verb———-1
Fill in the blank with the appropriate preposition——————-3
Verb,Gerund, Participle————–1
Number, Gender————————–2
Voice—————————————–1
Narration————————————2
Sentence Correction——————-2

মুখস্ত part:

  • Spelling————————————-1
  • Synonym+antonym——————–2
  • Idioms & Phrase————————-2
  • One Word Substitution—————1
  • Proverbs/ Translation—————–1
  • Literature————————————1

গনিত(২০)

  • পাটিগনিত——–১২/১৩ মার্কস
  • বীজগনিত———৫/৬ মার্কস
  • জ্যামিতি———–৪/৫ মার্কস

পাটিগনিত

  • ১. সংখ্যা,মোলিক সংখ্যা—————-২
  • ২. দশমিক ভগ্নাংশের অংক————-১
  • ৩. শতকরা——————————-১
  • ৪. ল.সা.গু,গ.সা.গু———————-১
  • ৫. ঐকিকনিয়ম————————–১
  • ৬. অনুপাত:সমানুপাত——————-১
  • ৭. ধারা বা অনুক্রম———————–১
  • ৮. বয়স, গড়ের অংক——————–২
  • ৯. লাভ-ক্ষতি——————————১
  • ১০. সুদ-কষা——————————১
  • ১১. পরিমাপের একক——————–১

বীজগনিত

  • ১২. মান নির্ণয়,উৎপাদক——————৩
  • ১৩. সরল সমীকরন———————–১
  • ১৪.সূচক ও লগারিদম——————–১

জ্যামিতি

  • ১৫.রেখাও কোন————————–১
  • ১৬.ত্রিভুজ———————————২
  • ১৭.চতুর্ভুজ,বৃত্তের ধারনা বেসিক সূত্রের

অংক সমূহ———————————১

  • ১৮.পরিমিতি——————————-২

সাধারন জ্ঞান,কম্পিউটার ও দৈনন্দিন বিজ্ঞান (২০)

  • বাংলাদেশ————১০
  • আন্তর্জাতিক———৫
  • বিজ্ঞান ——————-৪
  • কম্পিউটার ————-২

বাংলাদেশ

  • ১. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান,আয়তন,সীমানা—————————–১
  • ২.জনসংখ্যা,উপজাতি——————————–১
  • ৩.বাংলাদেশের ঐতিহ্য, স্থাপনা,নির্দশন————–১
  • ৪.প্রাচীন বাংলার ইতিহাস,ইংরেজ,ব্রিটিশ শাসন—-২
  • ৫.ভাষাআন্দোলন,মুক্তিযুদ্ধ—————————২
  • ৬.সংবিধান ও প্রশাসনিক কাঠামো——————-২
  • ৭.খেলাধুলা,অর্জন,পুরস্কার—————————১
  • ৮.অন্যান্য-বাংলাদেশের,জনপদ,নদ-নদীপ্রাকৃতিক সম্পদ,অর্থনীতি,বিখ্যাত স্থান,জাতীয় দিবস———-১

অন্তর্জাতিক

  • ১.মহাদেশ পরিচিতি(এশিয়া,আমেরিকা,ইউরোপ—————১
  • ২.ভৌগোলিক উপনাম,সীমারেখা, প্রনালী,দ্বীপ,সাগর,মহাসাগর————————-১
  • ৩. চুক্তি, সন্মেলন————————————–১
  • ৪.সংগঠন,সংস্থা,দেশ মুদ্রা, রাজধানী,জাতিসংঘের অঙ্গসংগঠন——————————————-১
  • ৫.পুরস্কার,খোলাধুলা, নোবেল ইত্যাদি—————১

বিজ্ঞান (৩)

  • বিজ্ঞান থেকে দু’তিনটি কমন প্রশ্ন আসবে প্রাইমারি বিগত সাল+ বিসিএস বিগত সাল

কম্পিউটার (১)

  • কম্পিউটার থেকে একটি বা দু’টি প্রশ্ন থাকবে বিসিএস ও প্রাইমারি বিগত সাল

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের ফলাফল ২০২২

Primary Assistant Teacher Appointment Letter 2024 PDF Download

Primary Teacher Appointment Letter 2024 PDF Download. Based on the results of the Assistant Teacher …