বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে এ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ০৯ অক্টোবর ২০২৩ তারিখের স্মারকে সুপারিশ করা হয়। সুপারিশকৃত নিম্নবর্ণিত প্রার্থীগণকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (প্রশিক্ষণবিহীন) নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি হিসেবে বেতন স্কেল- ২০১৫ অনুযায়ী গ্রেড-১২ (টাকা ১১,৩০০-২৭,৩০০/=) এ বর্ণিত উপজেলা/থানা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো।
বিসিএস নন ক্যাডার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ ২০২৪