প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৩ সিলেবাস pdf। প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস pdf। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ সিলেবাস pdf। প্রাইমারি শিক্ষক নিয়োগ সাজেশন ২০২৩। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন। প্রাথমিক শিক্ষক নিয়োগ। প্রাইমারীতে বিভাগ ভিত্তিক সার্কুলার ইতোমধ্যে দিয়েছে। নতুনদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে পড়ুন, পড়ুন এবং পড়ুন। প্রস্তুতি বিসিএস কেন্দ্রিক নিলে চাকরিটা আপনার জন্যই। বিশেষ করে সদর উপজেলা গুলোতে অনেক বেশি মার্কস না পেলে রিটেন পাশের সম্ভাবনা নেই। রিটেনে ভালো মার্কস ক্যারি করতে পারলে ভাইভা কোন ফ্যাক্ট না।
আর রিটেনে কম মার্কস পেলে ভাইভা যতই ভালো দেন চাকরি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই রিটেনকেই বেশি গুরুত্ব দিতে হবে। রিটেনে ৮০-৯০% মার্কস ক্যারি করতে পারলে নো টেনশন, ডু ফুর্তি।
ভাইভা বোর্ডে উপস্থিত হলেই ২০ এর মধ্যে ১৪-১৫ পেয়ে গেছেন যদি একটি প্রশ্নের উত্তর না-ও দিতে পারেন। প্রাইমারীতে ভাইবায় কাউকে ফেল করায় না। রিটেন মার্কস এর সাথে ভাইবা নম্বর যোগ করে সর্বোচ্চ মার্কসের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়। তাই রিটেনকে ফোকাসে রাখেন।
অনেকেই আছেন বলেন ভাইবা ভালো হয় নি, অমুক,তমুক,এজন্য চাকরি হয়নি। আবার অনেকে বলে মামা,খালু নেই, ঘুষ দেইনি। এসব কথা ভিত্তিহীন। এখনকার নিয়োগগুলো ১০০% স্বচ্ছ হয়। টাকার বস্তা, মামা, খালু থাকলেও চাকরি হবে এই আশায় স্বপ্ন দেখা মানে বোকার স্বর্গে বাস করা। এইসব ভুলে গিয়ে ধৈর্য ধরে লেগে থাকেন। ইনশাআল্লাহ্ ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য।
আছমা বিনতে আইউব
সহকারী শিক্ষিকা (২০২০)
সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রাইমারি শিক্ষক নিয়োগ সিলেবাস ২০২৩