Viva Experience of DBBL Trainee Officer: 01/04/2023 ভাইভা বোর্ডে ৭জন ছিল। অনুমতি নিয়ে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করার পর:
প্রশ্ন১: আপনি অমুক বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিংয়ে পড়েছেন?
উত্তর: ইয়েস স্যার।
প্রশ্ন২: আমরা এখানকার কেউই তো ব্যাংকিংয়ে পড়িনি। তো আপনি ব্যাংকিংয়ে পড়ে কি কি শিখলেন আমাদের বলেন।
উত্তর: আমি মূলত ইংরেজিতে উত্তরটা দিলাম।
প্রশ্ন৩: কোথায় কোচিং করেছেন? আমরা বাংলায় প্রশ্ন করলাম, আর আপনি ইংরেজিতে উত্তর করলেন। এটা তো বেসিক বিষয় যে বাংলায় জিজ্ঞেস করলে বাংলায়ই উত্তর দিবেন। মানে ইংরেজিতে ফাটিয়ে উত্তর দিবেন। তাই?
আমি: এক্সট্রিমলি স্যরি স্যার। তারপর বাংলায় বলা শুরু করলাম। আমি আমার ডিপার্টমেন্টে পড়ে ব্যাংকের একাউন্ট কীভাবে খুলতে হয়, লোন ডিজবার্সমেন্ট কীভাবে করতে হয়, ব্যাংকের কোনদিকে খেয়াল রাখতে হয় সেগুলা জেনেছি।
প্রশ্ন৪: আচ্ছা, লোন দিতে কোন কোন দিকে খেয়াল রাখতে হয়?
উত্তর: স্যার, কাস্টমারের কোলাটেরাল, তার লোন পরিশোধের সক্ষমতা আছে কিনা, ব্যাংকের সাথে অতীত লেনদেনের ইতিহাস ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে।
প্রশ্ন৫: সক্ষমতা আছে কিনা এটা কীভাবে বুঝবো?
উত্তর: স্যার, কাস্টমারের প্রোপার্টি, কোলাটেরাল এগুলা কী পরিমাণ আছে সেটা দেখতে হবে।
প্রশ্ন৬: এটার মাধ্যমে জানা যাবে? এটা হলো??
আচ্ছা,,যান তাহলে।
(ধন্যবাদ দিয়ে সালাম জানিয়ে চলে এলাম)
মনে হচ্ছে হবেনা আমার
কপিরাইট – MD Hossain