বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা। বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে নিয়োগের উদ্দেশ্যে ১০/০৫/২০২২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং ২৬/২০২২ এর সূত্রে গৃহীত লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নে বর্ণিত রোল নম্বরধারী ২২৫ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর (বাম থেকে ডানে মেধাক্রমানুসারে)।
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদের চূড়ান্ত ফলাফল ২০২৩
নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক-পরিচয় সম্পর্কিত বাংলাদেশ পুলিশ-এর সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলিলাদি যাচাই সাপেক্ষে নিয়োগ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (জেনারেল) ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩। বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল এবং মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি । বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে নিয়োগের নিমিত্ত ১০/০৫/২০২২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং- ২৬/২০২২-এর সূত্রে (Job ID : 248 ) গত ১৮/১১/২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৮০ (ছয়শত আশি) জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মূল ভবনে (৪র্থ তলা) নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (জেনারেল) নিয়োগ ফলাফল ২০২৩
২. মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড হিসেবে গণ্য হবে।
৩. মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য বিবেচিত হবে না। নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং প্রার্থীদের অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রমাণক দলিলাদির মূলকপি প্রদর্শন এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি নিম্নবর্ণিত ক্রমানুসারে সাজিয়ে চেকিং বোর্ডে জমা দিতে হবে।
- ক) দলিলাদি দাখিলের নিমিত্ত পরিচালক(এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র;
- খ) লিখিত পরীক্ষার প্রবেশপত্র;
- গ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং মার্কশিট/ট্রান্সক্রিপ্ট (১৫/০৬/২০২২ তারিখের পরে ইস্যুকৃত সনদপত্র/মার্কশিট/ট্রান্সক্রিপ্ট- এ ফল প্রকাশের তারিখ উল্লেখ না থাকলে পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রার এর কার্যালয় হতে ইস্যুকৃত ফল প্রকাশের তারিখ সংক্রান্ত প্রত্যয়নপত্র); উল্লেখ্য, ‘O’ Level/ ‘A’ Level পরীক্ষায় উত্তীর্ণ হলে অথবা বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে সরকার কর্তৃক জারীকৃত নির্দেশনা অনুযায়ী দেশীয় সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ ইস্যুকৃত সমমান সনদ;
- ঘ) আবেদনে প্রদত্ত স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক সম্প্রতি ইস্যুকৃত জাতীয়তা সনদপত্র/নাগরিকত্ব সনদপত্র;
- ঙ) বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়ের জাতীয় পরিচয়পত্র তথা NID;
- চ) যে সকল মুক্তিযোদ্ধার সন্তান ৩২ বছর পর্যন্ত আবেদনের বয়সসীমার সুযোগ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিম্নবর্ণিত প্রমাণক দলিলাদির কপি:
১। লাল মুক্তিবার্তা/ ভারতীয় তালিকা/ গেজেট/ বাহিনী গেজেট/ শহীদ গেজেট/ খেতাবপ্রাপ্ত গেজেট/ যুদ্ধাহত;
২। মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের জন্য প্রমাণক দলিলাদির কপি (জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র এসএসসি সনদ/জন্ম নিবন্ধন
আইন অনুযায়ী সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন পত্র) এবং
৩। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন-এর ওয়ার্ড কাউন্সিলর/
পৌরসভার মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট/ ওয়ারিশান সনদ;
- ছ) যে সকল প্রতিবন্ধী প্রার্থী ৩২ বছর পর্যন্ত আবেদনের বয়সসীমার সুযোগ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর হতে
প্রতিবন্ধিতার সপক্ষে প্রদত্ত সনদপত্র এবং - জ) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।
৪. কোনো ক্ষেত্রে যাচিত দলিলাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোনো সময় প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
৫. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।