বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহী’র অধীনে জেলা প্রশাসক, রাজশাহী এর কার্যালয়ের রাজস্ব প্রশাসনের ১৬তম গ্রেডের ৬ (ছয়) ক্যাটাগরিতে মোট ৩১ (একত্রিশ) টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা ০৩/০২/২০২৪ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছেন। ব্যবহারিক পরীক্ষার সময় আবেদনপত্রের ০১ (এক) কপি রঙিন প্রিন্ট ব্যবহারিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল রাজশাহী বিভাগের ওয়েবপোর্টাল www.rajshahidiv.gov.bd, রাজশাহী জেলার ওয়েবপোর্টাল www.rajshahi.gov.bd এবং বিভাগীয় কমিশনার, রাজশাহী ও জেলা প্রশাসক, রাজশাহী এর কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৪
রাজশাহী জেলার রাজস্ব প্রশাসনের (জেলা রাজস্ব শাখা ও ভূমি অধিগ্রহন শাখা) আওতাধীন ২০তম গ্রেডের ০৩টি ক্যাটাগরির মোট ০৬টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা ২৪/০৩/২০২৩ খ্রি. তারিখে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭/০৩/২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং কোটা সম্পর্কিত সর্বশেষ নীতিমালা অনুসরণপূর্বক নিম্নোক্ত রোল নম্বরধারী প্রার্থীগণ অস্থায়ীভিত্তিতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা-
রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে নিয়োগপত্র সংগ্রহপূর্বক (কক্ষ নং: ২৩৪, এস.এ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী) নিয়োগপত্রে বর্ণিত শর্ত মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ০২/০৪/২০২৩ খ্রি. তারিখ পূর্বাহ্নে এ কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।