TSO ভাইভা অভিজ্ঞতা ২০২৩। গত ২৩ মার্চ TSO পোস্ট এ ভাইভা দিয়েছি। ১জন স্যার ১জন ম্যাম ছিলেন। স্যার প্রথমেই নাম ধরেই ডাক দিলেন আর বিশ্ববিদ্যালয় এর নাম বললেন। আমি জি স্যার উত্তর দিলাম এর পর আমাকে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করতে বললেন।
স্যার: বাংলাদেশ এ মোট ব্যাংক কতোটি আছে আস্ক করলেন।
আমি: ৬টি সরকারি আর ৩টা আর্থিক প্রতিষ্ঠান বলে আর বলতেই পারছিলাম না পরে স্যরি বলেছি।
স্যার: ব্যাংকের কারেন্ট রেট জানতে চেয়েছিলো
আমি:৩.৫% বলেছিলাম(বাসায় এসে দেখি উত্তর ৪%)
স্যার তারপর আমাকে বাবা কি করেন, ভাইয়া কোথায় জব করছেন জানতে চাইলেন।
উত্তর দিলাম এবং পরে স্যার আরো ইন ডিটেইলস ও বাবার পেশা কি জানতে চাইলে বললাম এবং আমাদের এখন কার বাসা কোথায় তাও জানতে চাইলেন।
বলার পর উনি বললেন উনার বাবা ও সেইম প্রফেশনে ছিলেন আমার বাবার মতো এবং ওনার বাসা ও আমাদের এলাকায়।
পরে স্যার আমাকে আই এফ আই সি সম্পর্কে বলতে বলেছেন, আমি কোন পোস্ট এ এপ্লাই করেছি, আই এফ আই সি কি সুবিধা দিচ্ছে, ওয়ান স্টপ সার্ভিস কি, কি কি প্রোডাক্ট আছে সব জানতে চাইলো।
ম্যাম কিছুই আস্ক করেনি।
সব কিছুর উত্তর দেওয়ার পর আমার নাম ধরেই বললো আপনি তো বাবা মায়ের এক মাত্র মেয়ে আপনার পোস্টিং যদি দূরে কোথাও পরে আপনি কি করতে পারবেন জব!? আপনাকে মার্কেটিং ও করতে হয়ে পারে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি কি পারবেন সব হ্যান্ডেল করতে!?
আমি কনফিডেন্টলি উত্তর করেছি যে স্যার আমি পারবো, বিশ্ববিদ্যালয়ের পড়ার খাতিরে আমার বাইরে থাকার অভিজ্ঞতা রয়েছে।
স্যার ম্যাম একটু হাসছিলো অল্প করে, পরে দুই জন ই বললেন আচ্ছা বেস্ট অফ লাক, হোপ ফর দ্যা বেস্ট।
সালাম দিয়ে বের হয়ে এসেছি।
আমার কি টেকার সম্ভাবনা রয়েছে!?
অভিজ্ঞরা যদি হেল্প করতেন।
ভাইভা অভিজ্ঞতা
টাইম:১১.০০
তারিখ:২৩/০৩/২৩