৯টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’ ১০ম গ্রেড (Job ID: 10147)-এর ১৭৬৩ টি শূন্য পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা । ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’ ১০ম গ্রেড (Job ID: 10147)-এর সর্বমোট ১৭৬৩টি শূন্য পদে { সোনালী ব্যাংক পিএলসি (২২৭টি), জনতা ব্যাংক পিএলসি (১১৬২টি), রূপালী ব্যাংক পিএলসি (৮৭টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (১৭টি), আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক (১৬৩টি), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (৭৭টি), প্রবাসী কল্যাণ ব্যাংক (১৫টি), কর্মসংস্থান ব্যাংক (১৩টি) এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (০২টি)} নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের ২১/১২/২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং- ১৮৫/২০২১ এর প্রেক্ষিতে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক নির্বাচিত ১৭৬৩ (এক হাজার সাতশত তেষট্টি) জন প্রার্থীকে প্রাপ্যতার ভিত্তিতে তাদের পছন্দক্রম অনুযায়ী নিম্নোক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
সমন্বিত ৯ ব্যাংক অফিসার (জেনারেল) ফলাফল ২০২৪
নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে। প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত ০৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)-১০ম গ্রেড (JOB ID-10147) এর ১৭৬৩টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি । ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের ২১/১২/২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং-১৮৫/২০২১ এর প্রেক্ষিতে ০৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)-১০ম গ্রেড’ (JOB ID-10147) এর ১৭৬৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বিগত ১০/০৩/২০২৩ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারী পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে ১৬,৮৯২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষা আগামী ৩১/০৩/২০২৩ তারিখ শুক্রবার সকাল ১০:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নে প্রদত্ত হলো।
সমন্বিত ৯ ব্যাংক অফিসার (জেনারেল) ফলাফল ২০২৩
Combined 9 Bank Officer (General) Result 2023 pdf
Download Combined 9 Bank Officer Result: Check Results