ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত ০৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)-১০ম গ্রেড (JOB ID-10147) এর ১৭৬৩টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিত প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল এবং লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি । ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের ২১/১২/২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং-১৮৫/২০২১ এর প্রেক্ষিতে ০৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)-১০ম গ্রেড’ (JOB ID-10147) এর ১৭৬৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বিগত ১০/০৩/২০২৩ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারী পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে ১৬,৮৯২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষা আগামী ৩১/০৩/২০২৩ তারিখ শুক্রবার সকাল ১০:০০টা হতে দুপুর ১২:০০টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নে প্রদত্ত হলো।
সমন্বিত ৯ ব্যাংক অফিসার (জেনারেল) ফলাফল ২০২৩


Combined 9 Bank Officer (General) Result 2023 pdf
Download Combined 9 Bank Officer Result: Check Results
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!