অফিসার জেনারেল (২০১৯) ভাইভা অভিজ্ঞতা

আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে অফিসার জেনারেল (২০১৯) পদের মৌখিক পরীক্ষা । অনেকের হয়তো এটিই প্রথম মৌখিক পরীক্ষা । তাদের জন্যই মূলত আমার এই মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা শেয়ার করা। আপনি কৃষিতে পড়াশোনা করেছেন; তাহলে আপনার প্রথম পছন্দ কৃষি ব্যাংক হওয়া উচিত ছিলো না ?

 

সোনালি ব্যাংক কেনো প্রথম পছন্দ ?
জিডিপিতে কি কৃষির অবদান হ্রাস পাচ্ছে ?

 

অফিসার জেনারেল (২০১৯) ভাইভা অভিজ্ঞতা

নভেম্বরের মাঝামাঝি এক দুপুরে মৌখিক পরীক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকে উপস্থিত হই । এর পূর্বে সিনিয়র অফিসার(২০১৯) এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করায় এবার নার্ভাসনেস তেমন কাজ করে নাই। সকল ফর্মালিটিস শেষে বোর্ডের সামনে এবার অপেক্ষার পালা ….

বোর্ডঃ অপ্রকাশিত থাকুক। তবে একজন ডেপুটি গভর্নর স্যার,
কোনো এক ব্যাংকের এমডি স্যার, যুগ্মসচিব স্যার এবং আরো একজন স্যার ছিলেন ।
আমার সিরিয়াল ছিল ৪ ।
সময়ঃ ১০-১২ মিনিট।
অবশেষে অপেক্ষার পালা শেষ ।
আমিঃ আসতে পারি স্যার ।
বোর্ডঃ আসুন ।
আমিঃ আসসালামুআলাইকুম স্যার।
স্যারঃ সালাম নিলেন এবং বসতে বললেন।
(আমি ধন্যবাদ জানিয়ে আসন গ্রহন করলাম )
স্যারঃ মাস্ক খুলতে বললেন এবং নাম জানতে চাইলেন ?
আমিঃ বললাম।
স্যারঃ আমার বিশ্ববিদ্যালয়ের নাম জানতে চাইলেন?
আমিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
স্যারঃ কোন বিষয়ে পড়াশোনা করেছেন ?
আমিঃ কৃষি স্যার।

 

স্যারঃ আপনার প্রথম পছন্দ বলুন ?
আমিঃ সোনালি ব্যাংক লিমিটেড।
স্যারঃ আপনি কৃষিতে পড়াশোনা করেছেন , তাহলে আপনার প্রথম পছন্দ কৃষি ব্যাংক হওয়া উচিত ছিলো না ?
আমিঃ স্যার মূলত যখন আমি এই পদে আবেদন করি তখন ব্যাংকিং সেক্টর সম্পর্কে আমার ধারনা কম ছিল।তাই বড় ভাইদের কাছে থেকে শুনে তাদের পরামর্শ মতো চয়েস দেই।
( মনে মনে ভাবলাম যাক বাবা বেঁচে গেছি-তবে একটু পরেই বুঝলাম সে আশার গুঁড়ে বালি)
স্যারঃ এখন তো কিছুটা ধারনা হয়েছে ?
আমিঃ জ্বি স্যার।( স্যার বোধ হয় এটার অপেক্ষাতেই ছিলেন)
স্যারঃ তাহলে বলেন – এখন যদি আপনাকে চয়েস দিতে বলা হয় কি করবেন ?
আমিঃ (বুঝছেন তো কি প্যাঁচে ফেলাইছে ) আমি আবারো বললাম সোনালি ব্যাংক লিমিটেড।

স্যারঃ কেনো ?
আমিঃ স্যার ব্রান্ড ভ্যালু।
স্যারঃকি রকম ??
আমিঃ স্যার বাংলাদেশের মানুষজন বাংলাদেশ ব্যাংককে না চিনলেও সোনালি ব্যাংককে চিনে ।
স্যারঃ(স্যারেরা আমার দিকে সবাই তাকিয়ে রইলেন) বললেন আর কোনো কারন ?
আমিঃ(মনে মনে ভাবতেছি কি যে কামটা করলাম-কপালে কি আছে আল্লাহই জানে ) স্যার সোনালি ব্যাংকের শাখা অধিক।
স্যারঃ কতটি শাখা রয়েছে ?
আমিঃ ১২৩০ টি শাখা।

স্যারঃ শহরাঞ্চলে কতটি আর গ্রামাঞ্চলে কতটি বলুন ?
আমিঃ স্যার শহরাঞ্চলে ৫০৯ আর গ্রামাঞ্চলে ৭২৭ টি।
স্যারঃ আচ্ছা বলেন তো জিডিপিতে কৃষির অবদান কত ?
আমিঃ জিডিপিতে কৃষির অবদান ১১.৫০ শতাংশ।
স্যারঃ গত বছরের থেকে এবার জিডিপিতে কৃষির অবদান কম ; তাহলে কি জিডিপিতে কৃষির অবদান কমে যাচ্ছে ? আপনার মতামত কি ?
আমিঃ (মনে মনে বলি পাইছি এবার- একদম কমন পড়ছে) না স্যার , আমি তা মনে করি না । কৃষি, সেবা এবং শিল্প- এই তিনটি আমাদের দেশের অর্থনীতির ভিত্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে চলছে । ফলে আমাদের জিডিপিতে সেবা এবং শিল্পখাতের অবদান বৃদ্ধি পাচ্ছে। এতে আপাতদৃষ্টিতে মনে হতে পারে কৃষির অবদান কমছে। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। বরং অতীতের যেকোনো সময়ের থেকে আমরা কৃষিতে মজবুত অবস্থানে আছি। যেমন- ইলিশ উৎপাদনে ১ম; পাট উৎপাদনে ২য় ;ধান উৎপাদনে ৩য়; সবজি উৎপাদনে ৩য় ইত্যাদি।

স্যারঃ(মনে হলো সন্তুষ্ট) বলেন তো আবাদযোগ্য জমির পরিমান কতো ?
আমিঃ দুঃখিত স্যার এটা আমার জানা নাই । (না পারার জন্য হালকা ঝাড়ি খাইছি)
স্যারঃ ১ হেক্টরে কত একর ?( কুইক রাউন্ড শুরু)
আমিঃ ২.৪৭ একর।
স্যারঃ ১ একরে কত বিঘা ?
আমিঃ ৩ বিঘা।
স্যারঃ কত শতকে ১ বিঘা ?
আমিঃ ৩৩ স্যার

স্যারঃ কত কাঠায় এক বিঘা ?
আমিঃ দুঃখিত স্যার এই মহূর্তে স্মরন করতে পারতেছি না ( ১৬ আর ২০ নিয়ে দ্বিধায় ছিলাম )
এছাড়া আমার শিক্ষাজীবন, মাস্টার্স করা হয় নাই কেনো , পরিবারে কে কে আছেন – কি করেন, আমি এখন কি করছি , কোথায় থাকি , কোথা থেকে আসছি , বিসিএস দিয়েছি কি না সহ আরো কিছু আলাপ (আলাপ এই জন্য বলছি যে নতুন কারো সাথে পরিচয় হলে যেমন কথা হয় অনেকটা সেই রকম) হয়েছিল।
সর্বশেষে ধন্যবাদ এবং সালাম দিয়ে মৌখিক পরীক্ষার কক্ষ ত্যাগ করি

ভাইভা নিয়ে ভয় পাবেন না (ভয় থাকা স্বাভাবিক- তবে যতটা স্বাভাবিক থাকতে পারবেন আপনার জন্য ততই মঙ্গল)
সকলের জন্য শুভকামনা রইলো
কৃষিবিদ মোঃ রাকিবুজ্জামান রাজু
অফিসার (জেনারেল)
রূপালী ব্যাংক লিঃ
(সুপারিশপ্রাপ্ত)

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন

এলজিইডি কার্যসহকারী পদের ভাইভা অভিজ্ঞতা – LGED work assistant Viva Experience

LGED তে (work assistant) পদের ভাইভা অভিজ্ঞতা। এলজিইডি কার্যসহকারী পদের ভাইভা অভিজ্ঞতা – LGED work …