ব্যাংক লিখিত পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস | ব্যাংক লিখিত পরীক্ষার সাজেশন

ব্যাংক লিখিত পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস। ব্যাংক লিখিত পরীক্ষার সাজেশন। গত ১০ মার্চ,২০২৩ অনুষ্ঠিত হওয়া অফিসার জেনারেল ২০২০ পরীক্ষার কাটমার্ক কত হবে বা লিখিত পরীক্ষা কবে হবে সে বিতর্কে যেতে চাই না। যারা টিকবেন বলে আশাবাদী তারা লিখিত প্রস্তুতি শুরু করে দিতে পারেন। কেননা MCQ পরীক্ষার রেজাল্টের পর আপনি প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নাও পেতে পারেন। সাধারনত রেজাল্ট প্রকাশের ১-২ সপ্তাহের মধ্যেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

ব্যাংক লিখিত পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস

বিগত বাংলাদেশ ব্যাংক এডি, অফিসার এবং সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে লিখিত ২০০ মার্কের মানবন্টন নিচের মত দেখা যায়ঃ

  • প্যাসেজ = ২০/৩০ মার্ক
  • গনিত = ৩০ মার্ক
  • সাধারনজ্ঞান= ৩০ মার্ক
  • ট্রান্সলেশন = ২০/১০ মার্ক
  • ফোকাস ( বাংলায়) = ৩৫ মার্ক
  • ফোকাস ( ইংরেজিতে) = ৩৫ মার্ক
  • আর্গুমেন্ট ( ইরেজিতে) =৩০ মার্ক
    তবে পূর্বের ব্যাংক পরীক্ষাগুলোতে সামারি/ প্রিসাইজ, অ্যাপ্লিকেশন, টিকা আসতে দেখা যেতো ।

প্যাসেজঃ এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। সেই হাইস্কুল থেকে আমরা প্রায় সকলেই এটার সাথে পরিচিত। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আগে প্রশ্ন পড়ে তারপর প্যাসেজ পড়বেন । প্রাকটিসের জন্য বিগত কয়েকটি পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারেন।

 

ব্যাংক লিখিত পরীক্ষার গনিত প্রস্তুতি ও সিলেবাসঃ

  • Geometry☆☆
  • Mensuration☆☆
  • Algebra (Simplification, Equation)☆☆
  • Work & Pipe ☆☆
  • Exponent☆
  • Average☆
  • Profit-loss☆☆
  • Percantage☆☆
  • Interest ☆☆
  • Speed & Distance
  • Partnership☆
  • Fraction☆
  • Trigonometry
  • Age
  • Number
  • Speed

বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলে এগিয়ে থাকবেন বলে আশা করা যায়। আর খুব কঠিন ম্যাথগুলো( যে গুলো সচরাচর আসে না) এড়িয়ে যতে পারেন ।

ব্যাংক লিখিত পরীক্ষার সাধারন জ্ঞান প্রস্তুতি ও সিলেবাসঃ

MCQ পরীক্ষার সুবাদে সকলের এই পার্ট কম বেশি পড়া রয়েছে। উত্তরের সময় বানানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ,সংবিধান, বঙ্গবন্ধু, দেশের সম্পদ, দর্শনীয় স্থান,সাহিত্য ও সংস্কৃতি, প্রত্নস্থল, গনমাধ্যম, বিজ্ঞান ও প্রযুক্তি, খেলাধুলা, অর্থনীতি, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, বিভিন্ন আলোচিত দেশ( প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী,রাজধানী, মুদ্রা, সংসদ, নিউজ এজেন্সি ইত্যাদি) ,যুদ্ধ, প্রণালী, সংগঠন ও জোট ( UN, Commonwealth,IMF, World Bank,WTO, WHO, OIC, SAARC, BIMSTEC, ASEAN, OPEC, RCEP, G7, G20 , NATOইত্যাদি), চুক্তি, বিভিন্ন দেশের মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকের নাম, সম্মেলন, পরিবেশ সম্মেলন ও সংগঠন,
আন্তর্জাতিক খেলাধুলা, পুরস্কার, দেশের উন্নয়ন প্রকল্প, দিবস ও প্রতিপাদ্য,অ্যাব্রিভিয়শন, ব্যাংকিং সম্পর্কিত বিষয় ইত্যাদি দেখতে পারেন।

 

ট্রান্সলেশন

অনুশীলনের বিকল্প নাই।

ব্যাংক লিখিত পরীক্ষার ফোকাস রাইটিং প্রস্তুতি ও সিলেবাস (বাংলা ও ইংরেজি)

যারা নিয়মিত পত্রিকা, আর্টিকেল পড়েন এবং ফ্রি- হ্যান্ড রাইটিং ভালো তারা এই পার্টে এগিয়ে থাকবেন ।
নিম্নোক্ত বিষয়গুলো দেখা যেতে পারে এবং নিজের মতো নোট করে রাখতে পারেন( বাংলাদেশের সাথে রিলেট করে পড়বেন)। এতে পরীক্ষার আগে রিভিশন দিতে সুবিধা হয়।
( কমনের গ্যারান্টি নাই)

  • Digital Bangladesh to Smart Bangladesh ☆
  • Chat-GPT/AI☆
  • Monetary Policy☆
  • LDC Graduation☆
  • Bond & Its Classification
  • Development of Bangladesh(GDP, GNI, Padma Bridge, Metrorail,Karnaphulli Tunnel, Rooppur
    Nuclear Plant etc.- গুরুত্ব, প্রভাব সহ )☆
  • Vision 2041☆
  • Delta Plan ☆
  • Demographic Dividend
  • Food Security& Food Safety☆
  • Global Economic Crisis & Bangladesh☆
  • Default Loan
  • Financial Inclusion
  • Paperless Banking☆
  • Fourth Industrial Revolution
  • Global Inflation & Bangladesh
  • IMF loan & Bangladesh☆
  • Cyber security in Banking Sector☆
  • SME & Bank ☆
  • SDG
  • Cashless Society & Bangladesh☆
  • Fintech
  • Role of IT /High-tech Parks
  • E-Governance & Good Governance in Bank
  • E-commerce/ F-commerce
  • Gig Economy☆
  • SEZ & EPZ☆
  • Green Banking
  • Blue Economy
  • Public Private Partnership
  • FDI
  • 100% Electrification
  • Renewable Energy
  • COP 27
  • Global Warming/Greenhouse Effect/ Environment
    Pollution
  • Natural Disaster (Flood/ Earthquake etc.)
  • Waste Management
  • Online Education
  • Universal Pension
  • Remittance & Foreign Reserve☆
  • Women’s Contribution to Economy☆
  • Social Media & its impact

বিভিন্ন সাম্প্রতিক ঘটনার উপর চোখ রাখবেন

আর্গুমেন্টঃ ফোকাস রাইটিং এর পড়াটা এখানে আপনার কাজে দিবে । সাধারনত একটা স্ট্যাটমেন্ট দেয়া থাকে যার পক্ষে বা বিপক্ষে আপনাকে মত দিতে হবে । নিজের মতো করে একটা ফরমেট সাজিয়ে নিবেন ।
উদাহরনঃ Not consumers, manufacturers are mainly responsible for environmental pollution.(SO 2020)
বিদ্রঃ লিখিত পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। পুরো ২০০ মার্কের উত্তর করার চেষ্টা করবেন।

 

কিছু বিষয়ঃ

  • লিখিত খাতার উপরের ইন্সট্রাকশনগুলো সময় থাকলে পড়ে নিবেন।
  • কোড নাম্বার আপনাকে লিখতে হবে না ।
  • আপনি আপনার নাম, পিতার নাম, মাতার নাম, রোল, সিগনেচার লিখবেন। না বুঝতে পারলে দায়িত্বরত শিক্ষককে বলবেন।
  • সাধারনত খাতায় মার্জিন টানা থাকে না।
  • খাতার ভিতরে উত্তরের জন্য জায়গা নির্দিষ্ট থাকে না যা আগে থাকতো । তাই উত্তর প্রদানের পূর্বে পৃষ্ঠা নিজের
    মতো ভাগ করে নিবেন।
  • প্রশ্নপত্রে নাম ও রোল লিখবেন এবং হাজিরা খাতায় সই করবেন।
  • রাফ খাতার শেষ পৃষ্ঠায় করতে পারেন এবং লিখে দিবেন।

ফাইনাল রেজাল্ট লিখিত ২০০ এবং মৌখিক ২৫ ; মোট ২২৫ নাম্বারের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয় । তাই একটি ভালো লিখিত পরীক্ষা চাকুরীপ্রাপ্তিতে আপনাকে অনেক এগিয়ে রাখবে।

(ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করে দিবেন)

 

মোঃ রাকিবুজ্জামান রাজু
অফিসার( জেনারেল)
রূপালি ব্যাংক লিঃ ( সুপারিশপ্রাপ্ত)

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Bangladesh Bank Senior Officer General Exam Date 2023

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী। বাংলাদেশ …