কম্বাইন্ড ব্যাংক অফিসার প্রিলি প্রস্তুতি

কম্বাইন্ড ব্যাংক অফিসার-২০২০ প্রিলি. প্রশ্নের আলোকে প্রস্তুতি কেমন হওয়া দরকার? ২০১৮ সাল থেকে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও সরকারী ব্যাংক সমূহের নিয়মিত রিক্রুটমেন্ট টেস্ট হচ্ছে। তৎকালীন সময়ে ঢাবি’র সোস্যাল সায়েন্স,এফবিএস, আর্টস ফ্যাকাল্টি,এমআইস সহ AUST প্রত্যেকটা এক্সাম টেকার যখন চান্স পেয়েছিল একাই টানা ১০+ রিক্রুটমেন্ট টেস্ট নিয়েছে।AUST তো জেনারেল, টেকনিক্যাল সহ কমে/বেশি ২০ এর অধিক এক্সাম নিয়েছে। এখন সময় BIBM এর। দক্ষতার মানদণ্ডে এবং এভাবে স্বচ্ছতার সাথে এক্সাম নিলে BIBM ও আগামীতে কম/বেশি সব পরীক্ষাই নিবে। সুতরাং, এই মুহুর্তে BIBM এর প্রশ্নের ট্রেন্ড রপ্ত করার কোন বিকল্প নাই।

 

কেন আমরা এক্সাম টেকারের পিছনে ছুটে বেড়াই?

বিসিএস এর মত ব্যাংক প্রিলির কোন সিলেবাস নাই।যার কারণে এক্সাম টেকার এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সংশ্লিষ্ট এক্সাম টেকারের পূর্বের প্রশ্নগুলোর ট্রেন্ড /ধাচ দেখে সহজেই অনুমান করা যায় তাদের প্রশ্ন কোন কোন টপিকগুলো টাচ করবে। সাথে সহজেই অনুমান করা যায় সম্ভাব্য টপিকগুলো থেকে প্রশ্ন সেট করলে সেগুলোর সোর্চ বা রিসোর্স বা স্টাডি ম্যাটেরিয়ালসই বা কী??? এ কারণেই মূল প্রস্তুতির সাথে এক্সাম টেকার অধিকতর গুরুত্বপূর্ণ একটা সলিড প্রস্তুতির জন্য।

BIBM গতকাল(১০.০৩.২০৩) কম্বাইন্ড অফিসার-২০ এর যে প্রশ্ন করলো তাতে একজন পরীক্ষার্থীকে ব্যাংক প্রিলির জন্য ভাসা ভাসা বা As usual বাংলা প্রিপারেশন নিলে চলবেনা। ২৫ এর মধ্যে +-২০ টা কারেক্ট করার জন্য ডিপলি পড়াশোনা করতে হবে। বাজারে প্রচলিত MP3/Professors’/শিকর/অগ্রদূত যাহাই পড়েননা কেনো ভালভাবে টপিক ধরে ধরে কমপক্ষে ২ বার শেষ করতে হবে। সাথে BIBM এর অধীনে গৃহীত সকল ব্যাংক(সরকার/প্রাইভেট) BIBM admission test এর প্রশ্ন কণ্ঠস্থ করতে হবে।

ইংলিশের জন্য ক্লিপস টোফেল,ব্যারনস জিআরই থেকে টপিক ধরে ধরে স্টাডি করতে হবে। মনে করবেন এই বই দুইটা ইংলিশের জন্য BIBM এর বাইবেল।পাশাপাশি indian website থেকে examveda file টা দেখে নিতে পারেন।
সাথে BIBM এর অধীনে গৃহীত সকল ব্যাংক(সরকার/প্রাইভেট) BIBM admission test এর প্রশ্ন রপ্ত করে ফেলবেন।

সাধারণ জ্ঞানের জন্য গতকাল যে প্রশ্ন আসলো তাতে করে বেসিক দিয়ে কাজ হবে না। আপনাকে সাম্প্রতিক ঘটনাবলী, বিশ্বের মানচিত্র, মুদ্রা, প্রনালী,বিশ্বের নদ নদী,স্থাপনা, খেলাধুলা, ই-মানি, পেমেন্ট গেটওয়ে অল এভরি থিং মাথায় রাখতে হবে যেহেতু নির্দিষ্ট কোন সিলেবাস নাই। মানে অনেকটা পিএসসির স্টাইলে জিকের জন্য যে প্রস্তুতি নিতে হয় একদম সেইম সেইম ভাস্ট নলেজ রাখতে হবে।
কম্পিউটারের জন্য BIBM এর বিগত সব প্রশ্ন পড়ে ফেলতে হবে। examveda, sawal. com, indiabix এসব সাইটের ফাইল সংগ্রহে রাখতে হবে।সাথে BIBM এর প্রিভিয়াস প্রশ্ন।

গণিতের জন্য প্রাক্টিসের কোন বিকল্প নাই। বসতে, শুতে,খেতে খেতে, অবসরে যখনই সময় পাবেন গণিত প্রাক্টিসে রাখবেন। BIBM এর প্রশ্ন ধরে ধরে সব টপিকের নাম খাতায় লিখে ফেলবেন। পরে টপিক ধরে ধরে ইংলিশ ভার্সে হাতের কাছে যে বই পাবেন সেই বই থেকেই ম্যাথ প্রাক্টিস করবেন। সাথে BIBM এর পূর্বের সকল ম্যাথ আয়ত্বে রাখবেন।

আগামী ২-৩ টা মাস কঠিন স্টাডি করুন। ২০২৩ এ যেন কম্বাইন্ড অফিসার ক্যাশ-২০২০ সহ কম্বাইন্ড -২০২১ এর সার্কুলার গুলো থেকে একটা পদ বগলদাবা করতে পারেন। ২০২৪-এ কোন একটা ব্যাংকের ডেস্কে বসে কাস্টমার সেবা দেয়ার মুহুর্তে নিজেকে দেখতে চান সেই প্রত্যয় নিন। বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনীতির ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা বাস্তবায়নে আজ থেকেই মিশন শুরু করুন।

 

Rezwanul Hoque Palash
Senior Officer
Janata Bank limited.

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Bangladesh Bank Senior Officer General Exam Date 2023

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী। বাংলাদেশ …