সমন্বিত ৬ ব্যাংকে ৭৪ পদের নিয়োগ বিজ্ঞপ্তি। সমন্বিত ৬ ব্যাংকে ৭৪ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।
১. পদের নামঃ প্রোগ্রামার
-
ব্যাংকের নামঃ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
-
পদসংখ্যাঃ ১
-
বেতন স্কেলঃ ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬)
-
আবেদন করুন এই লিংকেঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
-
আবেদন ফিঃ ডাচ্–বাংলা ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে ২০০ টাকা পরিশোধ করতে হবে।
-
আবেদনের শেষ তারিখঃ ১৩ মার্চ ২০২৩।
২. পদের নামঃ সহকারী ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
-
ব্যাংকের নামঃ পল্লী সঞ্চয় ব্যাংক
-
পদসংখ্যাঃ ১
-
বেতন স্কেলঃ ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
-
আবেদন করুন এই লিংকেঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
-
আবেদন ফিঃ ডাচ্–বাংলা ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে ২০০ টাকা পরিশোধ করতে হবে।
-
আবেদনের শেষ তারিখঃ ১৩ মার্চ ২০২৩।
৩. পদের নামঃ সহকারী প্রোগ্রামার
-
পদসংখ্যাঃ ৩৩ (সোনালী ব্যাংকে ২৬, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২, কর্মসংস্থান ব্যাংকে ৩ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২)
-
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
-
আবেদন করুন এই লিংকেঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
-
আবেদন ফিঃ ডাচ্–বাংলা ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে ২০০ টাকা পরিশোধ করতে হবে।
-
আবেদনের শেষ তারিখ: ১৩ মার্চ ২০২৩।
৪. পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/ অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
-
পদসংখ্যাঃ ৩৬ (সোনালী ব্যাংকে ৩৩, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ১)
-
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
-
আবেদন করুন এই লিংকেঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
-
আবেদন ফিঃ ডাচ্–বাংলা ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে ২০০ টাকা পরিশোধ করতে হবে।
-
আবেদনের শেষ তারিখঃ ১৩ মার্চ ২০২৩।
৫.পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
-
ব্যাংকের নামঃ সোনালী ব্যাংক
-
পদসংখ্যাঃ ৩
-
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
-
আবেদন করুন এই লিংকেঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
-
আবেদন ফিঃ ডাচ্–বাংলা ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্ট পদ্ধতিতে ২০০ টাকা পরিশোধ করতে হবে।
-
আবেদনের শেষ তারিখঃ ১৩ মার্চ ২০২৩।