বাংলাদেশ ব্যাংকের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পদের পদোন্নতি পলিসিতে নতুন নিয়ম চালু করা হয়েছে। ০8.১২.২০২২ হতে পদোন্নতির প্যানেলে অন্তর্ভুক্তির জন্য ন্যূনতম চাকরিকাল।
বাংলাদেশ ব্যাংক ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পদের পদোন্নতি পদ্ধতি
১. অফিসার থেকে সহকারী পরিচালক- ০৫ বছর।
২. সহকারী পরিচালক থেকে উপপরিচালক-০৫ বছর।
৩. উপপরিচালক থেকে যুগ্মপরিচালক- ০৪ বছর।
৪. যুগ্মপরিচালক থেকে অতিরিক্ত পরিচালক- ০৪ বছর।
৫. অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক-০৪ বছর।
৬. পরিচালক থেকে নির্বাহী পরিচালক-০৩ বছর।
বিদ্যমান অন্যান্য সুযোগ সুবিধা আগের মতোই আছে।( এ বিষয়ে পরবর্তীতে পোস্ট দেয়ার ইচ্ছে আছে)।
মো: জায়ান
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।