সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার (জেনারেল) MCQ পরীক্ষার ফলাফল ২০২৩

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত ০৮টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সাল ভিত্তিক
“সিনিয়র অফিসার (জেনারেল)’ (JOB ID-10146) এর ১০৬৯টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে
MCQ Test এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি ।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের ২১/১২/২০২১ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং-১৮৪/২০২১ এর প্রেক্ষিতে ০৮টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে-

 

  • সোনালী ব্যাংক লিঃ ১৪৩টি,
  • জনতা ব্যাংক লিঃ ১৯৭টি,
  • রূপালী ব্যাংক লিঃ ৬৮টি,
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ ৪টি,
  • বাংলাদেশ কৃষি ব্যাংক ৫৩৯টি,
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ২২টি,
  • প্রবাসী কল্যাণ ব্যাংক ৬২টি,
  • কর্মসংস্থান ব্যাংক ৭টি এবং
  • ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ২৭টি

 

২০২০ সাল ভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’ (JOB ID – 10146) এর ১০৬৯টি শূন্য পদে সমন্বিতভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিগত ২০/০১/২০২৩ তারিখে অনুষ্ঠিত MCQ Test এ অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে ১০,৯৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষা আগামী ২৪/০২/২০২৩ তারিখ শুক্রবার বিকাল ০৩:০০টা হতে বিকাল ০৫:০০টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের মধ্যে অবস্থিত সর্বশেষ পৃষ্ঠায় উল্লিখিত কেন্দ্ৰসমূহে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নে প্রদত্ত হলো।

 

Read More: Combined 9 Bank Seat Plan 2023

 

সমন্বিত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের ‘Senior Officer (General)’ [Job ID : 10146) পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল। মোট উত্তীর্ণঃ ১০,৯৮২ জন।

 

সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার (জেনারেল) MCQ পরীক্ষার ফলাফল ২০২৩ pdf

সমন্বিত ৯ ব্যাংক সিনিয়র অফিসার (জেনারেল) MCQ পরীক্ষার ফলাফল ২০২৩

২. লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশ পত্র ইস্যু করা হবে না। MCQ Test এর প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে । প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৩. সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ০১ (এক) ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে । পরীক্ষা আরম্ভের পর কোনো প্রার্থী কোনক্রমেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

৪. প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোন ধরণের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোন কার্ড), স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোন কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের কোন চেষ্টা করলে উক্ত পরিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোন কিছুই লেখা যাবে না।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Bangladesh Bank Senior Officer General Exam Date 2023

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী। বাংলাদেশ …