মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ – Masters Admit Card

মাস্টার্স শেষ পর্ব(২০২০-২১) পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ আজ ৮ ফেব্রুয়ারী রাতে কলেজে পাঠানো হবে। পরীক্ষা শুরু ১৮/০২/২০২৪ তারিখ দুপুর ১ঃ০০ থেকে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে অধ্যক্ষ নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সীল দিয়ে রেজিস্টেশন নম্বর যাচাই করে আগামী সপ্তাহে নোটিশ দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন। প্রবেশপত্র গ্রহনের জন্য অবশ্যই স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন।

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২১ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা আগামী ১৮/০২/২০২৪ তারিখে দুপুর ১২:৩০টা হতে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা Examination Management System (EMS) Software-এর মাধ্যমে গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ ০৮/০২/২০২৪ তারিখ রাত ০৮:০০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সকল কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষ সীলসহ স্বাক্ষর প্রদান করে পরীক্ষার্থীদের নিকট বিতরণ করবে। প্রবেশপত্র বিতরণের সময় অবশ্যই প্রবেশপত্রের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে নিতে হবে এবং রেজিঃ ও রোল নম্বর সঠিক আছে কিনাযাচাই করে প্রবেশপত্র বিতরণের ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য যে, কোন বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না গেলে বা প্রবেশপত্রে কোন প্রকার ভুল দৃষ্টিগোচর হলে ১৫/০২/২০২৪ তারিখের মধ্যে অধ্যক্ষের সুপারিশসহ পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করতে হবে। বি.দ্রঃ রোল বিবরণী ও হাজিরা সীট Examination Management System (EMS)-এর কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত কেন্দ্রে সরবরাহের ব্যবস্থা নিতে হবে।

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ – Masters Admit Card

প্রবেশপত্র ডাউনলোড করার লিংকঃ

  • ১. যে কোন ব্রাউজারের এড্রেসবারে http://ems.nu.ac.bd/ or URL: http://103.113.200.43:8007/ টাইপ করে Examination Management System (EMS) সফটওয়্যারের ওয়েবপোর্টালে প্রবেশ করতে হবে।
  • ২. হোম পেইজের “College login (Admin)” মেনুতে ক্লিক করে কলেজ কোড (XXXX) এবং পাসওয়ার্ড (xxxxxx) দিয়ে প্রবেশ করতে হবে।
    ৩. কলেজ প্যানেলের বাম পাশের মেনুবার থেকে “Admit Card” মেনুতে ক্লিক করে “Select Exam” এ পরীক্ষার নাম বা কোড (3302-Masters Final – 2021 ) লিখে “Search” বাটনে ক্লিক করলে “Admit Card By Subject” টেবিলে প্রবেশপত্র, হাজিরা শীট, রোল বিবরণী শীট পাওয়া যাবে। ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
  • ৪. তাছাড়া কলেজ ইউজারের প্যানেল থেকেও বিষয়ওয়ারী প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।



মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৩। ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রবেশপত্র মুদ্রণ ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা প্রথমবারের মতো Examination Management System (EMS) Software-এর মাধ্যমে আগামী ০৯/০২/২০২৩ তারিখে দুপুর ১২:৩০টায় হতে শুরু হবে।

 

আরও পড়ুনঃ

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৩

328510139-1796330507417638-5598155116598578398-n

 

 

 

উক্ত পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ ০১/০২/২০২৩ তারিখ ১২:০০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সকল কলেজকর্তৃপক্ষ প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিতস্থানে অধ্যক্ষের সীলসহ স্বাক্ষর প্রদান করে পরীক্ষার্থীদের নিকট বিতরণ করবেন। প্রবেশপত্র বিতরণের সময় অবশ্যই প্রবেশপত্রের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে নিতে হবে এবং প্রবেশপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিক আছে কিনা যাচাই করে প্রবেশপত্র বিতরণের ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য যদি কোন বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র ফরম পূরণ সত্ত্বেও পাওয়া না যায় বা প্রবেশপত্রে কোন প্রকার ভুল দৃষ্টিগোচর হয় তাহলে ০৫/০২/২০২৩ তারিখের মধ্যে অধ্যক্ষের সুপারিশ নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করতে হবে। প্রবেশপত্র বিতরণের সময় প্রবেশপত্রে কোর্স কোড সঠিক আছে কিনা মিলিয়ে নেবার জন্য নির্দেশ দেবেন ।

 

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড লিংকঃ

০১। যে কোন ব্রাউজারের এড্রেসবারে ems.nu.ac.bd or URL : http://103.113.200.43:8007/ টাইপ করে Examination Management System (EMS)- এর ওয়েব প্রোর্টালে প্রবেশ করতে হবে।

০২। উল্লেখ্য যে, স্ব স্ব কলেজে পূর্বে প্রদত্ত password দিয়ে প্রবেশ করা যাবে অথবা জনাব মোঃ হারুন অর রশিদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, মাস্টার্স শেষ পর্ব শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয় মোবাইল- ০১৭১৩-০৪৫১৪৯ সাথে যোগাযোগ করতে হবে।

০৩। হোম পেইজের “College Login (Admin)” মেনুতে ক্লিক করে কলেজ কোড (xxxx) এবং passwordকলেজ প্যানেলের বাম পার্শ্বে মেনুবার থেকে “Admit Card” মেনুতে ক্লিক করে “Select Exam.”-এ পরীক্ষা কোড (3302- Masters Final-2020) লিখে “Search” বাটন ক্লিক করলে Admit Card by Subject টেবিলে বিষয়ভিত্তিক প্রবেশপত্র, হাজিরাশীট, রোল বিবরণীশীট পাওয়া যাবে। ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

৪। তাছাড়া কলেজ ইউজারের প্যানেল থেকেও বিষয়ওয়ারী প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

প্রয়োজনেঃ

  • ০১। জনাব মোঃ ইব্রাহীম খন্দকার- ০১৭১০-৬৫৯০৬৮
  • ০২। জনাব মোঃ রানা মিয়া- ০১৮৮৯-৯৬৭৫১৪
  • ০৩। জনাব মোঃ মেহেদী হাসান- ০১৬৭৬-২২৭০১৯
  • ০৪। জনাব এস এম তানভীর সিদ্দীকি- ০১৭০৩-৭২৫৮১৮

 

০১। রোল বিবরণী ও হাজিরা সীট Examination Management System (EMS ) -এর কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত কেন্দ্রে সরবরাহের ব্যবস্থা নিতে হবে।

০২। পরীক্ষা শুরুর ০৩ (তিন)দিন পূর্বে সকল পরীক্ষার প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। পরীক্ষা শুরুর পূর্বমূহুর্তে প্রবেশপত্র ইস্যুর কোন আবেদন কোনক্রমে গ্রহণ করা হবেনা ।

 

বদরুজ্জামান)
পরীক্ষা নিয়ন্ত্রক
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ফোনঃ ০২৯৯৬৬৯১৫১৭
ই-মেইল: controller@nu.ac.bd

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ – NU Recent Notice 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ মূলত ২০২৪ সালের সকল নোটিশ প্রচার করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের …