মাস্টার্স প্রাইভেট ভর্তির অঙ্গীকারনামা ২০২২ pdf Download

মাস্টার্স প্রাইভেট ভর্তির অঙ্গীকারনামা ২০২২ অঙ্গীকারনামা, আমি নিম্নস্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামের আওতায়- —বিষয়ে রেজিস্ট্রেশনের জন্য অনলাইন প্রাথমিক আবেদন ——- করতে ইচ্ছুক। এ লক্ষ্যে বিশ্বস্ততার সংগে অঙ্গীকার করছি যে, জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। ছকে বর্ণিত আমার সকল তথ্য সঠিক ও সম্পূর্ণ।

আরও পড়ুন:

মাস্টার্স প্রাইভেট ভর্তির অঙ্গীকারনামা ২০২২ pdf Download

page-001

 

১. নাম:
২. পিতার নাম:
৩. মাতার নাম:
৪. জন্ম তারিখ: (এসএসসি সনদ অনুযায়ী)
৫. জাতীয় পরিচয় পত্র নম্বর:
৬. স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম:
৭. পাসের সন:
৮. রোল নম্বর:
৯. রেজিস্ট্রেশন নম্বর :
১০. বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের নাম :
১১. প্রাপ্ত নম্বর/সিজিপিএ:
১২. মোট নম্বর/স্কেল:

দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো । বি:দ্র: অঙ্গীকারনামার কপি অবশ্যই সংশ্লিষ্ট কলেজ/প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং অনলাইন প্রাথমিক আবেদনে স্ক্যান করে আপলোড করতে হবে।

দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামায়ঃ

  • ৬ নং এ স্নাতক (সম্মান) দিবেন,
  • ৭ নং এ যে সালে আপনি অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পাশ করেছেন তা লিখবেন।
  • ৮ নং এ অনার্স ৪র্থ বর্ষের রোল নম্বর।
  • ১০ নং এ যে কলেজ থেকে অনার্স/ প্রিলিমিনারী টু মাস্টার্স পাস করেছেন সেই কলেজ এর নাম।
  • ১২ নং এ সিজিপিএ ৪.০০ দিবেন।

 

১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মাস্টার্স(প্রাইভেট) কোর্সের ভর্তিতে, অনলাইনে আবেদন করতে যা যা লাগবে।

  • অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নং।
  • দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।(অঙ্গীকারানামা হাতে ফরম পূরণ করে স্ক্যান করে আপলোড করতে হয়)

অনলাইনে আবেদন করা যাবে ১৩/১২/২০২২ইং তারিখ বিকাল ৪ টা থেকে ২৮/১২/২০২২ইং রাত ১২টা পর্যন্ত। যোগ্যতাঃ (২০১৬-২০২০) সালে পাসকৃত অনার্স/মাস্টার্স ১ম পর্ব(নূন্যতম সিজিপিএ ২.২৫)

দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার পিডিএফ ফাইলঃ

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ – NU Recent Notice 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ মূলত ২০২৪ সালের সকল নোটিশ প্রচার করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের …