মাস্টার্স প্রাইভেট ভর্তির অঙ্গীকারনামা ২০২২ অঙ্গীকারনামা, আমি নিম্নস্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামের আওতায়- —বিষয়ে রেজিস্ট্রেশনের জন্য অনলাইন প্রাথমিক আবেদন ——- করতে ইচ্ছুক। এ লক্ষ্যে বিশ্বস্ততার সংগে অঙ্গীকার করছি যে, জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। ছকে বর্ণিত আমার সকল তথ্য সঠিক ও সম্পূর্ণ।
আরও পড়ুন:
- মাস্টার্স প্রাইভেট ভর্তির অঙ্গীকারনামা ২০২২ pdf Download
- nu masters private college list 2022
- মাস্টার্স প্রাইভেট ভর্তির যোগ্যতা ২০২২
- নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্সের মধ্যে পার্থক্য
- মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
মাস্টার্স প্রাইভেট ভর্তির অঙ্গীকারনামা ২০২২ pdf Download
১. নাম:
২. পিতার নাম:
৩. মাতার নাম:
৪. জন্ম তারিখ: (এসএসসি সনদ অনুযায়ী)
৫. জাতীয় পরিচয় পত্র নম্বর:
৬. স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম:
৭. পাসের সন:
৮. রোল নম্বর:
৯. রেজিস্ট্রেশন নম্বর :
১০. বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের নাম :
১১. প্রাপ্ত নম্বর/সিজিপিএ:
১২. মোট নম্বর/স্কেল:
দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো । বি:দ্র: অঙ্গীকারনামার কপি অবশ্যই সংশ্লিষ্ট কলেজ/প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং অনলাইন প্রাথমিক আবেদনে স্ক্যান করে আপলোড করতে হবে।
দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামায়ঃ
- ৬ নং এ স্নাতক (সম্মান) দিবেন,
- ৭ নং এ যে সালে আপনি অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পাশ করেছেন তা লিখবেন।
- ৮ নং এ অনার্স ৪র্থ বর্ষের রোল নম্বর।
- ১০ নং এ যে কলেজ থেকে অনার্স/ প্রিলিমিনারী টু মাস্টার্স পাস করেছেন সেই কলেজ এর নাম।
- ১২ নং এ সিজিপিএ ৪.০০ দিবেন।
১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মাস্টার্স(প্রাইভেট) কোর্সের ভর্তিতে, অনলাইনে আবেদন করতে যা যা লাগবে।
- অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
- এক কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নং।
- দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।(অঙ্গীকারানামা হাতে ফরম পূরণ করে স্ক্যান করে আপলোড করতে হয়)
অনলাইনে আবেদন করা যাবে ১৩/১২/২০২২ইং তারিখ বিকাল ৪ টা থেকে ২৮/১২/২০২২ইং রাত ১২টা পর্যন্ত। যোগ্যতাঃ (২০১৬-২০২০) সালে পাসকৃত অনার্স/মাস্টার্স ১ম পর্ব(নূন্যতম সিজিপিএ ২.২৫)
দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার পিডিএফ ফাইলঃ
- মাস্টার্স প্রাইভেট ভর্তির অঙ্গীকারনামা ২০২২ pdf Download
- যেকোনো কম্পিউটার দোকান থেকে অঙ্গীকারনামার প্রিন্ট কপি বের নিতে পারবেন।