মাস্টার্সে ১১০০ টাকায় ভর্তি তাও আবার সরকারি কলেজে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তি শুরু হবে নিয়মিত ভর্তি কার্যক্রম শেষ হলে। আবেদন করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬-২০২০ পর্যন্ত অনার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। ২০১৬-২০২০ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।
প্রাইভেট মাস্টার্সের জন্য নির্ধারিত কলেজ
আরও পড়ুনঃ
মাস্টার্স প্রাইভেট ভর্তির যোগ্যতাঃ
- ভর্তির জন্য নূন্যতম সিজিপিএ ২.২৫
- আবেদন ফি ৩০০ টাকা
- রেজিষ্ট্রেশন ফি ৮০০ টাকা
- যেই বিষয়ে অনার্স সেই বিষয়ে মাস্টার্স করতে হবে।
- ২০১৬-২০২০ পর্যন্ত অনার্স পরীক্ষায় উত্তীর্ণ
- ০১৬-২০২০ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ
প্রাইভেট মাস্টার্স যে সকল বিষয়ে করা যাবেঃ
- বাংলা,ইংরেজি,ইতিহাস,
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,দর্শন,আরবি,
- ইসলামিক স্টাডিজ,সংস্কৃত,পালি,
- অর্থনীতি,সমাজবিজ্ঞান,রাষ্ট্রবিজ্ঞান,
- হিসাববিজ্ঞান,ব্যবস্থাপনা,মার্কেটিং ও ফিন্যান্স ও ব্যাংকিং।
প্রাইভেট মাস্টার্স ভর্তির খরচঃ
আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র সহ ১১০০ টাকা কলেজে জমা দিলেই ভর্তি সম্পন্ন কাওকে চান্স পেতে হবেনা। এক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলবে সিট ফাঁকা থাকা পর্যন্ত। ফরম ফিলাপ ৩৫০০ টাকা +/- এর বাইরে আর কোন খরচ নেই।
প্রাইভেট মাস্টার্স ও নিয়মিত মাস্টার্স সনদের মানঃ
মাস্টার্স প্রাইভেট আর মাস্টার্স নিয়মিত দুইটার জন্য এক সিলেবাস। পরীক্ষাও হবে একসাথে। সার্টিফিকেট এক এবং ভ্যালুও সমান। সার্টিফিকেটে প্রাইভেট লিখা থাকবেনা। যাদের পয়েন্ট কম সরকারি কলেজে পড়তে ইচ্ছুক তাদের জন্য বেস্ট অপশন। প্রাইভেট মাস্টার্সের জন্য কলেজ নির্ধারণ করা আছে এর বাইরে অন্য কলেজে প্রাইভেট মাস্টার্স করা যাবেনা।