জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্সের মধ্যে পার্থক্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও বিষয় অনুসারে মাস্টার্স রেগুলার ও প্রাইভেটের মধ্যে পার্থক্য। বিজ্ঞান সকল বিষয়, লাইব্রেরি সায়েন্স, সমাজকর্ম, সংগীত বিষয়ে মাস্টার্স প্রাইভেট নেই। ছবিতে দ্বিতীয় কলামে নিয়মিত মাস্টার্সের ও তৃতীয় কলামে প্রাইভেট মাস্টার্সের বিষয়সমূহ দেয়া হলো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্সের মধ্যে পার্থক্য। প্রাইভেট এবং রেগুলার কোর্সের ভিতর কিছু পার্থক্য থাকে যার জন্য কোর্স দুটি আলাদাভাবে চলে । অনেকেই মাস্টার্স (নিয়মিত) ও (প্রাইভেট) নিয়ে কনফিউজড! তাদের জন্য এই পরিক্ষার রুটিন যথেষ্ট। মাস্টার্স (নিয়মিত) ও (প্রাইভেট) এর পরিক্ষা একই দিনে, একই প্রশ্নে হয়। যারা ক্লাস করতে চান তাদের জন্য (নিয়মিত) আর যারা ক্লাস করতে চান না তাদের জন্য প্রাইভেট। আর ক্লাস নাই তাই প্রাইভেটে খরচ কম।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্সের মধ্যে পার্থক্য

298907767-1295086327932295-6039162503819495894-n-copy

 

আরও পড়ুন: nu masters admission results 2022

 

 

মাস্টার্স (নিয়মিত)(প্রাইভেট) নিয়ে কনফিউজড! তাদের জন্য এই পরিক্ষার রুটিন যথেষ্ট

305253790-2074407836055555-2342885738545141794-n

 

মাস্টার্স রেগুলার আর প্রাইভেট নিয়া এতো তালগোল পাকানোর কিছু নাই। ডিগ্রী প্রাইভেট কোর্স থেকে যারা আসে তাদের ভর্তি হতে হয় মাস্টার্স প্রিলি প্রাইভেটে এবং তার ধারাবাহিকতায় মাস্টার্স প্রাইভেটে।

অন্যদিকে ৮৮১ টি অনার্স কলেজের বিপরিতে ১৭৬ টি কলেজে মাস্টার্স আছে, যার ফলে রেগুলারে অনেকেই চান্স পায় না, তারা চাইলে প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারে।

মাস্টার্স প্রাইভেটে অনলাইন আবেদন করলেই ভর্তি কমপ্লিট, মেরিটের জন্য অপেক্ষা করতে হয় না।

অন্যদিকে ব্যবহারিক আছে এমন বিষয় (এমএসসি) মাস্টার্স প্রাইভেটে নাই (সেইম ডিগ্রী প্রাইভেটেও)।

প্রাইভেটে টার্ম পেপার না থাকায় ভাইবা হবে ৪ ক্রেডিটের মানে ১০০ নম্বরের, যা রেগুলারে ২ ক্রেডিট বা ৫০ নম্বরের।

  • প্রাইভেটেও ইনকোর্স আছে।
  • একই রুটিনে একই প্রশ্নে উভয় কোর্সের পরীক্ষা হবে।
  • প্রাইভেট কোর্সটি কেবল ৬১ টি সরকারি কলেজে পড়ানো হয়।
  • প্রাইভেটে ক্লাস করানো হয় না, খরচ রেগুলারের প্রায় অর্ধেক।

 

আরও পড়ুনঃ মাস্টার্স প্রাইভেট কলেজের তালিকা দেখুন

 

১।নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্স পরীক্ষা ও সার্টিফিকেটঃ উভয় কোর্সের পরীক্ষা একই সময় একই প্রশ্নে হবে । তাছাড়া উভয় স্নাতকোত্তর শেষে যে সার্টিফিকেট পাবে তা একই থাকবে ।

২।নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্স প্রাপ্যতাঃ রেগুলার কোর্স কমবেশি সকল কলেজে থাকে কিন্তু প্রাইভেট কোর্স সব কলেজে থাকে না ।

৩।  নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্স খরচঃ রেগুলার কোর্সে খরচ তুলনামূলক বেশি হয়ে থাকে প্রাইভেট কোর্সের তুলনায় । তবে কোন কলেজে কেমন খরচ হবে তা সম্পূর্ণ কলেজভিত্তিক ।

৪। নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্স ক্লাসঃ রেগুলার কোর্সে ক্লাস করা লাগে যেটা প্রাইভেট কোর্সে করা লাগে না । প্রাইভেট কোর্সে শুধুমাত্র ইনকোর্স এক্সাম হলে দিয়ে যাবেন আর ফাইনাল দিবেন । তবে রেগুলার কোর্স হলে ক্লাস,সকল ইনকোর্স পরীক্ষা দিতে অনেক কলেজ বাধ্য করবে নয়ত ফাইনাল দিতে দিবে না ।

৫। নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্স গ্রহনযোগ্যতাঃ উভয় কোর্স যেহেতু একই ধরনের এবং একই প্রতিষ্ঠান ও রেগুলেশন দ্বারা পরিচালিত হয় তাই গ্রহনযোগ্যতায় ভিন্নতা পাবেন না । কারণ মাস্টার্স শেষ করে যেখানেই আবেদন করতে যান আপনি সিলেক্ট করবেন ( MASTERS > 1years ) । সেখানে মাস্টার্স রেগুলার , মাস্টার্স প্রাইভেট বলতে কিছু পাবেন না।

 

আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক কত?

 

যারা জব করে বা রেগুলার ক্লাস করতে পারবে না তাদের কথা বিবেচনা করে প্রাইভেট প্রোগ্রাম শুরু আর কি । প্রাইভেট প্রোগ্রামে First come , First take ভিত্তেতে ভর্তি হয় তাই ভর্তি হতে চাইলে আকাঙ্খিত কলেজে দ্রুত যোগাযোগ করবেন ।

 

আরও পড়ুনঃ মাস্টার্স প্রাইভেট ভর্তি খরচ কত?

 

Students Search Also: 

মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, এম এ ভর্তি বিজ্ঞপ্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর বিষয় সমূহ, মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স, ভর্তি হতে কত টাকা লাগে, মাস্টার্স প্রাইভেট ভর্তির যোগ্যতা, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাইভেট মাস্টার্স ভর্তি, প্রাইভেট মাস্টার্স ভর্তি ২০২০-২০২১

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …