শুরু হয়ে গেল মাস্টার্স(প্রাইভেট) ভর্তির অনলাইন আবেদন। শেষ সময়সীমা ২৮ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত। আবেদন করার ওয়েবসাইট লিংকঃ http://app5.nu.edu.bd/…/msappl…/privateMSApplicationForm, মনে রাখবেন, ১টি কলেজে একটি বিষয়ে সর্বোচ্চ ১০০০ জন প্রার্থী আবেদন করতে পারবে।
অনলাইনে আগে যে আবেদন করবে সিট সংখ্যা ১ টি করে কমতে থাকবে! অনলাইন ১০০০ টি আবেদন পূরণ হওয়ার পর নতুন করে কেউ আবেদন করতে পারবেন নাহ। তাই অতি সত্ত্বর আবেদন করে ফেলার পরামর্শ দেয়া যাচ্ছে।
আরও পড়ুন:
- মাস্টার্স প্রাইভেট ভর্তির অঙ্গীকারনামা ২০২২ pdf Download
- nu masters private college list 2022
- মাস্টার্স প্রাইভেট ভর্তির যোগ্যতা ২০২২
- নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্সের মধ্যে পার্থক্য
- মাস্টার্স প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
মাস্টার্স প্রাইভেট ভর্তির আবেদন লিংক ২০২২
মাস্টার্স প্রাইভেট ভর্তির আবেদন লিংক ২০২২
অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
- অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
- সদ্যতোলা ১কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সচল মোবাইল নং।
- দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।