গ্রামীণ ব্যাংক মেডিকেল সেন্টার ও লাইব্রেরির জন্য বিভিন্ন পদে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ লোক নিয়োগ করা হবে। প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত, ০২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, যোগাযোগের জন্য মোবাইল নম্বরসহ খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক আগামী ২৮শে ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় বিভাগ প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বরাবরে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষণ প্রকল্পে অস্থায়ীভাবে ‘শিক্ষানবিস অফিসার/শিক্ষানবিস সহকারী প্রকৌশলী পদে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের (পুরুষ/মহিলা) নিকট থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে। আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে বাংলাদেশের যে-কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে।
ক) প্রার্থীদেরকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান, পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান, আইন, বাংলা, ইংরেজী, লোক প্রশাসন, ভুগোল ও পরিবেশবিদ্যা, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফলিত পদার্থ বিদ্যা, ফলিত রসায়ন, মনোবিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, সিভিল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, আর্কিটেকচার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (চার বছরের) ডিগ্রী/তিন বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। কোনো
পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
গ্রামীণ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৩
গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Grameen Bank Job Circular
আবেদনকারী নিজের/এজেন্টের ডাচবাংলা ব্যাংক মোবাইল একাউন্ট (Rocket) এর মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। এছাড়াও *৩২২# ডায়াল করেও ডাচবাংলা ব্যাংক মোবাইল একাউন্ট (Rocket) এর মাধ্যমে ফি প্রদান করা যাবে। তাৎক্ষনিকভাবে আপনার আবেদন ফি পরিশোধিত হলে নিশ্চিতকরণ এসএমএস পাবেন।
ক) আবেদনকারী প্রার্থীদেরকে ২২-১২-২০২২ তারিখ রাত ১১:৫৯ মিনিট-এর মধ্যে রিক্রুটমেন্ট পেজ http://gbrecruit.ghrmplus.com এ গিয়ে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Rocket এর মাধ্যমে আবেদন ফি ২০০ টাকা পাঠানোর পর প্রাপ্ত Transaction ID Application Form এর নির্ধারিত স্থানে এন্ট্রি দিয়ে আবেদনপত্র Submit করতে হবে। আবেদনে স্বাক্ষর জেপিজি ফরমাটে সর্বোচ্চ ২০ কেবি হতে হবে।
খ) প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
গ) প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক
পরীক্ষার দিন অনলাইন আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের স্বপক্ষে যথাযথ মূল সনদ/প্রত্যয়নপত্রসহ একসেট সত্যায়িত ফটোকপি ও
সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি- (জেপিজি ফরমাটে সর্বোচ্চ ১০০ কেবি হতে হবে) যা প্রথম শ্রেণীর
গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে, মূল সনদ/প্রত্যয়নপত্রগুলো দেখে ফেরত দেয়া হবে। অনলাইন
আবেদন ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাইয়ান্তে কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে
না। তাছাড়া মেধাতালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না।
গ) আবেদনকারী প্রার্থীদেরকে Application Form পূরনের সময় অবশ্যই নিজেদের ব্যবহৃত সক্রিয় মোবাইল নম্বরটি দিতে হবে।
পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত যেকোন ধরনের নির্দেশনা আবেদনে দেয়া মোবাইল নম্বরে SMS দিয়ে জানিয়ে দেয়া হবে ।
নিয়োগ প্রাপ্ত শিক্ষানবিস অফিসার/শিক্ষানবিস সহকারী প্রকৌশলীগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর (২টি
পর্ব) প্রশিক্ষণে থাকবেন। প্রথমপর্বে মাসিক ১৩,০০০ টাকা (স্থিরকৃত) হারে এবং প্রথমপর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয়পর্বে ১৫,০০০ টাকা (স্থিরকৃত) হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। তাছাড়া প্রশিক্ষণকালে গ্রামীণ ব্যাংকের স্থায়ী স্টাফদের ন্যায় প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে লাঞ্চ ভাতা পাবেন। দ্বিতীয়পর্ব সফলভাবে প্রশিক্ষণ
সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; উক্ত পরীক্ষায় সফলভাবে
উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল (২০১৫) এর ১ম গ্রেড ২২০০০-২৩১০০- ২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০-২৮১০০-
২৯৫ ১০-৩০৯৯০-৩২540-34170-৩৫৮৮০-৩৭৬৮০-৩৯৫৭০-41550-83630-8582০-৪৮১২০-৫০৫৩০- ৫৩০৬০ টাকার বেতন স্কেলে ‘সিনিয়র অফিসার/সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেয়া হবে। তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়মানুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিস অফিসার/শিক্ষানবিস সহকারী প্রকৌশলী পদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে।
ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা
প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না-করার ক্ষেত্রে যে-কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন।