সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার ক্যাশ মৌখিক পরীক্ষা ২০২২

৫টি ব্যাংকে ২০১৮ সাল ভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ (Job ID-10089) এর ১৫১১টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি। ২৯নভেম্বর ২০২২ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকে ২০১৮ সাল ভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ এর সর্বমোট ১৫১১টি {সোনালী ব্যাংক লিঃ (১৮৩টি), জনতা ব্যাংক লিঃ (৮১৬টি), অগ্রণী ব্যাংক লি: (৫০০টি), রূপালী ব্যাংক লিঃ (০৫টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (০৭টি)} শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এ সচিবালয়ের ১২/০৩/২০২০ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি নং-২৯/২০২০ এর প্রেক্ষিতে বিগত ২৩/০৪/২০২২ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৫৭৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায় নিম্নরূপ তারিখ এবং সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে :

সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার ক্যাশ মৌখিক পরীক্ষা ২০২২ পিডিএফ

সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার ক্যাশ মৌখিক পরীক্ষা ২০২২

nov292022-bscs-130-page-001

nov292022-bscs-130-page-002

nov292022-bscs-130-page-003

nov292022-bscs-130-page-004

nov292022-bscs-130-page-005

nov292022-bscs-130-page-006

nov292022-bscs-130-page-007

nov292022-bscs-130-page-008

nov292022-bscs-130-page-009

nov292022-bscs-130-page-010

 

মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। ইতঃপূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনো কারণ কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মোতাবেক অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিম্নবর্ণিত প্রমাণক দলিলাদির মূলকপি এবং সত্যায়িত ফটোকপি নিম্নের ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষার অব্যবহিত পূর্বে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের নিকট জমা দিতে হবে :

  • ১ . পরিচালক(বিএসসিএস) ও সদস্য-সচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত স্বহস্তে লিখিত আবেদনপত্র;
  • ২. সদ্য তোলা ৩ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি (ছবির পিছনে প্রার্থীর নাম ও রোল নম্বর লিখতে হবে);
  • ৩.  লিখিত পরীক্ষার প্রবেশপত্র;
  • 8.  সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (সাজানোর ক্রম : এসএসসি/সমমান সনদ, এইচএসসি/সমমান সনদ, চার বছর মেয়াদী
    স্নাতক/স্নাতক(সম্মান) সনদ ও মার্কশীট, স্নাতকত্তোর সনদ ও মার্কশীট);
  • ৫. পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রার এর কার্যালয় হতে ইস্যুকৃত ফল প্রকাশের তারিখ সংক্রান্ত সনদ (৩১/০৩/২০২০ তারিখের পরে ইস্যুকৃত চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান)/ স্নাতকোত্তর পর্যায়ের সনদ/মার্কশিট-এ ফল প্রকাশের তারিখ উল্লেখ না থাকলে);
  • ৬. ‘O’ Level/ ‘A’ Level পরীক্ষায় উত্তীর্ণ হলে অথবা বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট
    শিক্ষাবোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সনদ (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ);
  • ৭. আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক সাম্প্রতিক সময়ে প্রদত্ত জাতীয়তা সনদপত্র/নাগরিক সনদপত্র;
  • ৮. মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনি সনদধারী প্রার্থীদেরকে এতদসংক্রান্ত প্রমাণক সনদপত্র;
  • ৯. প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর হতে প্রতিবন্ধীতার স্বপক্ষে প্রদত্ত সনদপত্র;
  • ১০. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদেরকে এতদসংক্রান্ত প্রমাণক সনদপত্র এবং
  • ১১. চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র ৷

বিশেষ দ্রষ্টব্য

  • ক) প্রার্থীকে অবশ্যই মাস্ক পরিধান করে আসতে হবে এবং কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
  • খ) প্রকাশিত ফলাফলে কোনো কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার বিএসসিএস সংরক্ষণ করে।
  • গ) প্রার্থী কর্তৃক দাখিলকৃত অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ তথ্য/দলিলাদির কারণে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে প্রার্থীর সাথে কোনো যোগাযোগ ছাড়াই প্রার্থীতা বাতিল করার অধিকার বিএসসিএস সংরক্ষণ করে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Bangladesh Bank Senior Officer General Exam Date 2023

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী। বাংলাদেশ …