১৷ বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল
হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন আন্তর্জাতিক
প্রতিষ্ঠান?
— ইউনেস্কো
২৷ বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল
হিসাবে কত তারিখে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে?
–৩০/১০/২০১৭
৩৷ ৭৮টি দলিল মনোনয়নের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ কততম?
–৪৮তম
৪৷ কত সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম চালু করে
ইউনেসকো??
— ১৯৯২ সালে
৫৷ টি-টুয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
–ডেবিড মিলার(দক্ষিন আফ্রিকা)–৩৫ বলে সেঞ্চুরি
করেন৷
৬৷ সম্প্রতি কোন জেলায় ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?
–বোরহান উদ্দিন, ভোলা ৷
৭৷ বাংলাদেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুম
আনুষ্ঠানিকভাবে চালু হয়?
–১৯ অক্টোবর, ২০১৭
৮৷ পদ্মা সেতু দৃশ্যমান হয় কত তারিখে?
–৩০ সেপ্টেম্বর,২০১৭(৩৭ ও ৩৮ নম্বর স্পেনের উপর স্টিলের
স্ট্রাকচার বসানো হয়)
৯৷ পদ্মা সেতুর(বাংলাদেশের বৃহত্তম ও দক্ষিন এশিয়ায়
২য়) দৈর্ঘ্য- ৬.১৫ কিমি৷
১০৷ পদ্মা সেতুর পিলার-৪২টি এবং স্প্যান-৪১টি
১১৷ পদ্মা সেতু জনগণের জন্য উন্মোক্ত হলে বাংলাদেশের
জিডিপি কত শতাংশ বেড়ে যাবে?
–১.২%
১২৷ খানা আয় ও ব্যয় জরিপ ২০১৬ অনুযায়ী সবচেয়ে
দারিদ্র্যের হার বেশি কোন জেলায়?
— কুড়িগ্রামে(৭০.৮%)
১৩৷ নিঝুম দ্বীপের দেশ– নোয়াখালি ৷
১৪৷ সুন্দরবনের প্রবেশদ্বার- বাগেরহাট ৷
১৫৷ হাওরকন্যা বলা হয়– সুনামগঞ্জ
১৬৷ ৯০তম অস্কারে বাংলাদেশের কোন ছবি বিদেশি
ভাষার চলচ্চিত্র বিভাগে লড়বে?
–আকরাম খান পরিচালিত-খাঁচা
১৭৷ বর্তমানে বিশ্বে কোন সংকটকে সবচেয়ে বড় মানবিক
বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে — রোহিঙ্গা সংকট
১৮৷ বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান
“সেবাস্তিয়ান কুর্জ” কোন দেশের??
–অষ্ট্রিয়া
১৯৷ ‘দ্য ওয়ার্ল্ড’ নামক কৃত্রিম দ্বীপটি কোন দেশ তৈরি
করছে?
–সংযুক্ত আরব আমিরাত
২০৷ কুর্দিস্তানে স্বাধীনতার দাবিতে গণভোট হয়
–২৫ সেপ্টেম্বর, ২০১৭
২১৷ কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট হয়
–১ অক্টোবর, ২০১৭
২২৷ সৌরজগতের প্রাচীনতম গ্রহের নাম-
— বৃহস্পতি।
Thanks for your marvelous posting! I quite enjoyed reading it,
you’re a great author.I will always bookmark your blog and
may come back later in life. I want to encourage you to ultimately
continue your great job, have a nice weekend!
Please let me know if you’re looking for a writer for your blog.
You have some really good posts and I believe I would be a good asset.
If you ever want to take some of the load off, I’d really like to write some material for your blog in exchange for a link back
to mine. Please send me an e-mail if interested. Cheers!
I’ve been browsing on-line more than 3 hours lately,
yet I never found any interesting article like yours.
It is lovely value enough for me. Personally, if all web owners and bloggers made just right content as you probably did, the web can be
a lot more helpful than ever before.
Cool blog! Is your theme custom made or did you download
it from somewhere? A design like yours with a few simple adjustements would really
make my blog stand out. Please let me know where you got your theme.
Thank you