অতি সম্প্রতি গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ উওরসহ

১৷ বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল

হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন আন্তর্জাতিক

প্রতিষ্ঠান?

— ইউনেস্কো

২৷ বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ কে ঐতিহাসিক দলিল

হিসাবে কত তারিখে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে?

–৩০/১০/২০১৭

৩৷ ৭৮টি দলিল মনোনয়নের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ কততম?

–৪৮তম

৪৷ কত সালে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম চালু করে

ইউনেসকো??

— ১৯৯২ সালে

৫৷ টি-টুয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ান কে?

–ডেবিড মিলার(দক্ষিন আফ্রিকা)–৩৫ বলে সেঞ্চুরি

করেন৷

৬৷ সম্প্রতি কোন জেলায় ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?

–বোরহান উদ্দিন, ভোলা ৷

৭৷ বাংলাদেশে পেপ্যালের পেমেন্ট সার্ভিস জুম

আনুষ্ঠানিকভাবে চালু হয়?

–১৯ অক্টোবর, ২০১৭

৮৷ পদ্মা সেতু দৃশ্যমান হয় কত তারিখে?

–৩০ সেপ্টেম্বর,২০১৭(৩৭ ও ৩৮ নম্বর স্পেনের উপর স্টিলের

স্ট্রাকচার বসানো হয়)

৯৷ পদ্মা সেতুর(বাংলাদেশের বৃহত্তম ও দক্ষিন এশিয়ায়

২য়) দৈর্ঘ্য- ৬.১৫ কিমি৷

১০৷ পদ্মা সেতুর পিলার-৪২টি এবং স্প্যান-৪১টি

১১৷ পদ্মা সেতু জনগণের জন্য উন্মোক্ত হলে বাংলাদেশের

জিডিপি কত শতাংশ বেড়ে যাবে?

–১.২%

১২৷ খানা আয় ও ব্যয় জরিপ ২০১৬ অনুযায়ী সবচেয়ে

দারিদ্র্যের হার বেশি কোন জেলায়?

— কুড়িগ্রামে(৭০.৮%)

১৩৷ নিঝুম দ্বীপের দেশ– নোয়াখালি ৷

১৪৷ সুন্দরবনের প্রবেশদ্বার- বাগেরহাট ৷

১৫৷ হাওরকন্যা বলা হয়– সুনামগঞ্জ

১৬৷ ৯০তম অস্কারে বাংলাদেশের কোন ছবি বিদেশি

ভাষার চলচ্চিত্র বিভাগে লড়বে?

–আকরাম খান পরিচালিত-খাঁচা

১৭৷ বর্তমানে বিশ্বে কোন সংকটকে সবচেয়ে বড় মানবিক

বিপর্যয় হিসেবে উল্লেখ করা হয়েছে — রোহিঙ্গা সংকট

১৮৷ বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান

“সেবাস্তিয়ান কুর্জ” কোন দেশের??

–অষ্ট্রিয়া

১৯৷ ‘দ্য ওয়ার্ল্ড’ নামক কৃত্রিম দ্বীপটি কোন দেশ তৈরি

করছে?

–সংযুক্ত আরব আমিরাত

২০৷ কুর্দিস্তানে স্বাধীনতার দাবিতে গণভোট হয়

–২৫ সেপ্টেম্বর, ২০১৭

২১৷ কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট হয়

–১ অক্টোবর, ২০১৭

২২৷ সৌরজগতের প্রাচীনতম গ্রহের নাম-

— বৃহস্পতি।

 

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

44th Viva Exam Schedule 2024 – bpsc.gov.bd Viva Schedule

44th B.C.S. Exam 2021 Written Exam B.C.S. passed for its general cadre posts. The oral …