অগ্রণী ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি। অগ্রণী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সাবসিডিয়ারী প্রতিষ্ঠান অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এ চুক্তিভিত্তিক Chief Executive Officer (CEO) নিয়োগের জন্য মেধাসম্পন্ন ও যোগ্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
অগ্রণী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
অগ্রণী ব্যাংক নিয়োগ শর্তাবলীঃ
আবেদনপত্রের সাথে
i) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ;
ii) চেয়ারম্যান / কাউন্সিলর-এর নিকট হতে গৃহীত নাগরিকত্ব সনদ;
iii) আত্মীয় নন এমন একজন ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/চেয়ারম্যান/কাউন্সিলর-এর নিকট হতে সম্প্রতি গৃহীত চারিত্রিক সনদপত্র;
iv) সদ্য তোলা ৪ (চার) কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে;
v) আবেদনপত্রে প্রার্থীর নাম, স্বাক্ষর (তারিখসহ), পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষা, বোর্ড/বিশ্ববিদ্যালয়, বিভাগ/শ্রেণী/সিজিপিএ, পাশের সালসহ), জন্ম তারিখ, ৩১-১০-২০২২ তারিখে বয়স, নিজ জেলার নাম, যোগাযোগের জন্য ফোন নম্বর, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, ধর্ম ইত্যাদি উল্লেখ থাকতে হবে;
vi) অর্জিত অভিজ্ঞতা সংক্রান্ত সকল প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে; vii) আবেদনপত্রে ও খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে;
অগ্রণী ব্যাংক নিয়োগ অন্যান্য শর্তাবলীঃ
i) চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
ii) পরীক্ষা/সাক্ষাৎকারের উদ্দেশ্যে যাতায়াতের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কোন প্রকার খরচ বহন করবে না;
iii) চুক্তিভিত্তিক চাকুরীর মেয়াদকাল হবে ২ (দুই) বৎসর তবে সন্তোষজনক পারফরমেন্স অর্জন সাপেক্ষে
পরবর্তীতে তা নবায়নযোগ্য হবে;
iv) চুক্তির মেয়াদ পূর্তির পূর্বেই চাকুরি হতে পদত্যাগ করার অভিপ্রায় ব্যক্ত করলে ০৩ (তিন) মাসের অগ্রীম লিখিত
নোটিশ দিয়ে পদত্যাগপত্র দাখিল করতে হবে;
v) আবেদনপত্র এবং এর সাথে সংযুক্ত আনুষঙ্গিক একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতার কাগজপত্রাদি ২০/১১/২০২২ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে; vi) আবেদনপত্র ও এর সাথে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্রাদি scan করে soft copy সমূহ gmadmin@agranibank.org, এবং dgmhrd@agranibank.org এ e-mail এর মাধ্যমে অবশ্যই প্রেরণ করতে হবে;
vii) সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না;
viii) নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না;
ix) উক্ত পদের জন্য ইতঃপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারীদের পুনরায় আবেদন দাখিলের প্রয়োজন নেই।
কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র বাতিল করার কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
মহাব্যবস্থাপক
এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন
অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা।