অগ্রণী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

অগ্রণী ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি। অগ্রণী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সাবসিডিয়ারী প্রতিষ্ঠান অগ্রণী ইক্যুইটি এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এ চুক্তিভিত্তিক Chief Executive Officer (CEO) নিয়োগের জন্য মেধাসম্পন্ন ও যোগ্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

 

অগ্রণী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

 

 

অগ্রণী ব্যাংক নিয়োগ  শর্তাবলীঃ

আবেদনপত্রের সাথে
i) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ;
ii) চেয়ারম্যান / কাউন্সিলর-এর নিকট হতে গৃহীত নাগরিকত্ব সনদ;
iii) আত্মীয় নন এমন একজন ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/চেয়ারম্যান/কাউন্সিলর-এর নিকট হতে সম্প্রতি গৃহীত চারিত্রিক সনদপত্র;
iv) সদ্য তোলা ৪ (চার) কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে;
v) আবেদনপত্রে প্রার্থীর নাম, স্বাক্ষর (তারিখসহ), পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষা, বোর্ড/বিশ্ববিদ্যালয়, বিভাগ/শ্রেণী/সিজিপিএ, পাশের সালসহ), জন্ম তারিখ, ৩১-১০-২০২২ তারিখে বয়স, নিজ জেলার নাম, যোগাযোগের জন্য ফোন নম্বর, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, ধর্ম ইত্যাদি উল্লেখ থাকতে হবে;
vi) অর্জিত অভিজ্ঞতা সংক্রান্ত সকল প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে; vii) আবেদনপত্রে ও খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে;

অগ্রণী ব্যাংক নিয়োগ অন্যান্য শর্তাবলীঃ

i) চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
ii) পরীক্ষা/সাক্ষাৎকারের উদ্দেশ্যে যাতায়াতের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কোন প্রকার খরচ বহন করবে না;
iii) চুক্তিভিত্তিক চাকুরীর মেয়াদকাল হবে ২ (দুই) বৎসর তবে সন্তোষজনক পারফরমেন্স অর্জন সাপেক্ষে
পরবর্তীতে তা নবায়নযোগ্য হবে;
iv) চুক্তির মেয়াদ পূর্তির পূর্বেই চাকুরি হতে পদত্যাগ করার অভিপ্রায় ব্যক্ত করলে ০৩ (তিন) মাসের অগ্রীম লিখিত
নোটিশ দিয়ে পদত্যাগপত্র দাখিল করতে হবে;
v) আবেদনপত্র এবং এর সাথে সংযুক্ত আনুষঙ্গিক একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতার কাগজপত্রাদি ২০/১১/২০২২ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে; vi) আবেদনপত্র ও এর সাথে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্রাদি scan করে soft copy সমূহ gmadmin@agranibank.org, এবং dgmhrd@agranibank.org এ e-mail এর মাধ্যমে অবশ্যই প্রেরণ করতে হবে;
vii) সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না;
viii) নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না;
ix) উক্ত পদের জন্য ইতঃপূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারীদের পুনরায় আবেদন দাখিলের প্রয়োজন নেই।

কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র বাতিল করার কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

মহাব্যবস্থাপক
এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন
অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Bangladesh Bank Senior Officer General Exam Date 2023

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী। বাংলাদেশ …