আইন পড়া শিক্ষার্থীরাই কি আইনজীবী?

আইন পড়া শিক্ষার্থীরাই কি আইনজীবী? আইনজীবী আর এ্যাডভোকেট! ‘আইনজীবী’ শব্দটার ইংরেজি প্রতিশব্দ ‘এ্যাডভোকেট’ মনে করে অনেকেই। কিন্তু আদতে ব্যাপারটা তা নয়!

মূলত আইন বিষয়ে পড়ালেখা করা শিক্ষার্থীরাই ভবিষ্যতে আইনজীবী হয়। কারণ তারাই ভবিষ্যৎ জীবনে আইন সংশ্লিষ্ট নানা পেশায় নিজেদের ক্যারিয়ার গড়ে তোলে।

 

আরও পড়ুন:

 

অন্যদিকে, এ্যাডভোকেট হলো তারাই যারা ‘বাংলাদেশ বার কাউন্সিল’ কর্তৃক বাংলাদেশে প্র‍্যাকটিস করার জন্য লাইসেন্সপ্রাপ্ত। পৃথিবীর বিভিন্ন দেশে এই টাইটেলটি বিভিন্ন নামে পরিচিত।

তাই, আমরা যারা আইন বিষয়ে পড়ালেখা করছি, তারা প্রত্যেকেই ভবিষ্যতের একজন আইনজীবী। চিকিৎসাবিজ্ঞানে অধ্যায়নরত প্রত্যেকেই যেমন ভবিষ্যতের একজন চিকিৎসক, প্রকৌশলবিদ্যায় অধ্যায়নরত প্রত্যেকেই যেমন ভবিষ্যতের একজন প্রকৌশলী; তেমনি আইনে অধ্যায়নরত প্রত্যেক শিক্ষার্থীই ভবিষ্যতের একজন আইনজীবী!

মূলত আইনজীবী শব্দটির ইংরেজি প্রতিশব্দ লইয়ার(Lawyer)
তাই হয়তো বলা যায়;

Every Law Graduate is a Lawyer but every Lawyer is not an Advocate; he can be a Judge or a Barrister or…..

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …