আইন পড়া শিক্ষার্থীরাই কি আইনজীবী? আইনজীবী আর এ্যাডভোকেট! ‘আইনজীবী’ শব্দটার ইংরেজি প্রতিশব্দ ‘এ্যাডভোকেট’ মনে করে অনেকেই। কিন্তু আদতে ব্যাপারটা তা নয়!
মূলত আইন বিষয়ে পড়ালেখা করা শিক্ষার্থীরাই ভবিষ্যতে আইনজীবী হয়। কারণ তারাই ভবিষ্যৎ জীবনে আইন সংশ্লিষ্ট নানা পেশায় নিজেদের ক্যারিয়ার গড়ে তোলে।
আরও পড়ুন:
- এল এল বি পড়ে কি হওয়া যায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের এল এল বি সিলেবাস ও পাশ মার্ক
- ল কলেজে ভর্তির যোগ্যতা – খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র
অন্যদিকে, এ্যাডভোকেট হলো তারাই যারা ‘বাংলাদেশ বার কাউন্সিল’ কর্তৃক বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য লাইসেন্সপ্রাপ্ত। পৃথিবীর বিভিন্ন দেশে এই টাইটেলটি বিভিন্ন নামে পরিচিত।
তাই, আমরা যারা আইন বিষয়ে পড়ালেখা করছি, তারা প্রত্যেকেই ভবিষ্যতের একজন আইনজীবী। চিকিৎসাবিজ্ঞানে অধ্যায়নরত প্রত্যেকেই যেমন ভবিষ্যতের একজন চিকিৎসক, প্রকৌশলবিদ্যায় অধ্যায়নরত প্রত্যেকেই যেমন ভবিষ্যতের একজন প্রকৌশলী; তেমনি আইনে অধ্যায়নরত প্রত্যেক শিক্ষার্থীই ভবিষ্যতের একজন আইনজীবী!
মূলত আইনজীবী শব্দটির ইংরেজি প্রতিশব্দ লইয়ার(Lawyer)
তাই হয়তো বলা যায়;
Every Law Graduate is a Lawyer but every Lawyer is not an Advocate; he can be a Judge or a Barrister or…..