জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই বছরের এলএল.বি পাশ করে যা হতে পারবেন। এই দুই ধরনের ডিগ্রী বা সার্টিফিকেট দিয়েই জুডিশিয়ারি এক্সাম, বার কাউন্সিলের এক্সাম দেয়া যায়। একটা হচ্ছে পাস কোর্স অপরটা অনার্স। ঠিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং ডিগ্রীর মত।
আরও পড়ুন:
-
ল কলেজে ভর্তির যোগ্যতা – খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এল এল বি সিলেবাস ও পাশ মার্ক
১। সুপ্রীমকোর্টের আইনজীবী
২। বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি
৩। জজ কোর্টের আইনজীবী
৪। পিপি/জিপি
৫। বিভিন্ন ব্যাংকের লিগ্যাল এ্যাডভাইজার
৬। আয়কর আইনজীবী
৭। নোটারি পাবলিক
- অবশ্যই আবেদন করা যাবে। জুডিশিয়াল শর্ত অনুযায়ী আপনার বয়স ৩২ বছরের কম হলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন।
এলএলবি ডিগ্রি নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নে ও উত্তর:
১. HSC পাশ করে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি করা যায়
- উত্তরঃ না
২. জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পড়ার যোগ্যতা কি?
- উত্তরঃ ডিগ্রি ( ৩ বছরের) পাশ অথবা ৪ বছরের অনার্স পাশের সার্টিফিকেট লাগে
৩. জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি পড়ে কি জুডিশিয়ারির পরীক্ষা দেওয়া যাবে
- উত্তরঃ যাবে
৪. ২ বছরের কোর্স কি এখনো চালু আছে?
- উত্তরঃ আছে
৫. এডভোকেট হতে কি বয়সের সময়সীম আছে?
- উত্তরঃ না… তবে এডভোকেট হতে হলে ২১ বছর হতে হয়
৬. ফাজিল পাশ করেছি এলএলবি ২ বছরের কোর্সটি করতে পারবো
- উত্তরঃ পারবেন
৭. ২ বছরের কোর্সটি করতে কত টাকা খরচ হয়?
- উত্তরঃ এভারেজ ৫০ হাজার মত কম বেশি হতে পারে
৮. ২ বছরেরে কোর্স শেষ হতে কত বছর লাগে?
- উত্তরঃ ৩ বছর মত সময় লাগতে পারে ( কম বা বেশি)
৯. ২ বছরের কোর্সটি করে কি কি হওয়া যাবে?
- উত্তরঃ এডভোকেট, এটর্নি জেনারেল,বিচারপতি,কোম্পানির লিগ্যাল এডভাইজার,ব্যাংকের আইন কর্মকর্তা, আরো অনেক…
১০. এডভোকেটদের ইনকাম বা বেতন কত?
- উত্তরঃ নির্ধারিত কোন বেতন দেওয়া হয় না,ইনকাম নির্ভর করে আপনার যোগ্যতা অনুসারে,তবে ৩০-৪০
হাজার ইনকাম করা খুব বেশি কঠিন না।
১১. কোন কোন গাইড বই সেরা বা সহজ ভাষায় লেখা?
- উত্তরঃ প্যারামাউন্ট ল সহায়িকা সিরিজ
১২. ৪০ বছর বা ৫০ বছর হলে নাকি এডভোকেট হওয়া যাবে না কতটুকু সত্যি?
- উত্তরঃ ১০০% মিথ্যা
১৩. ২ বছরের কোর্স করতে হলে কি ল কলেজে নিয়মিত ক্লাস করা বাধ্যতামূলক?
- উত্তরঃ না….তবে ক্লাস করা উত্তম
১৪. চাকরি করি নিয়মিত ক্লাস করতে পারবো না তবে একটা গাইড লাইন দরকার এমন কোন মাধ্যম আছে?
- উত্তরঃ জি আছে।
১৫. HSC এর পর কি এলএলবি করা যায়?
- উত্তরঃ যাবে…তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৪ বছর মেয়াদী অনার্স, অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেলে
১৬. দুই বছরের কোর্সটি করে কি বিসিএস দেওয়া যাবে?
- উত্তরঃ না
১৭. দুই বছরের কোর্সটি করার পর কোথায় এলএলএম করবো?
- উত্তরঃ প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় ১ লক্ষ মত বা কম বেশি হতে পারে
১৮. জুডিশিয়ারির পরীক্ষা দিতে হলে – ৩২ বছরের মধ্যে হতে হবে
১৯. সরকারী ল কলেজ কোনগুলো-
- উত্তরঃ বাংলাদেশ কোন সরকারি ল কলেজ নাই সব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত
২০. সরকারি চাকরি করলে কি বার কাউন্সিল সনদ নেওয়া যাবে-
- উত্তরঃ সনদ নিতে সমস্যা নাই, তবে আইনজীবী হিসেবে পেশা চলমান রাখতে চাইলে সরকারি চাকরি ছাড়তে