আজ ২৭ অক্টোবর থেকে শুরু হলো মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপের অনলাইন আবেদন। আবেদন করার শেষ সময়সীমা ০৬/১১/২০২২ তারিখ রাত ১২ টা পর্যন্ত। রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Masters (Regular) Login লিংকে গিয়ে প্রাথমিক আবেদন ফরমে উল্লিখিত রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।
মাস্টার্স নিয়মিত ভর্তির রিলিজ স্লিপে আবেদন বিজ্ঞপ্তি ২০২২
আরও পড়ুুন:
- মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
- মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২১-২০২২
- মাস্টার্স নিয়মিত রিলিজ স্লিপের আবেদন ২০২২
- মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২২ – কোটার মেধা তালিকা
মাস্টার্স নিয়মিত ভর্তির রিলিজ স্লিপে আবেদনের শর্তাবলী:
- ক) মেধা তালিকায় স্থান পায়নি
- খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
- গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে,
রিলিজ স্লিপে আবেদন করবেন যেভাবে:
- যেকোন কম্পিউটার দোকান বা মোবাইল ফোন থেকে এডমিশন রোল ও পিন নম্বর দিয়ে ওয়েবসাইটে লগইন করে রিলিজ স্লিপের আবেদন করতে পারবেন।
- সিট খালি থাকা সাপেক্ষে, চাইলে পূর্বে আবেদনকৃত কলেজসহ মোট ৩টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করা যাবে। ঠিক ৩টি কলেজে আবেদন করতে হবে। একটা কমও নাহ বেশিও নাহ।
- মেধা তালিকায় যাদের স্থান হয়নি অথবা, চান্স হয়েও যারা ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছেন শুধুমাত্র তারাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন সর্তকতা:
- রিলিজ স্লিপে আবেদন করার পর আবেদন ফর্ম কলেজে জমাদানের প্রয়োজন নেই।
- রিলিজ স্লিপের মেধা তালিকা দেওয়া হবে সিজিপিএ-র উপর ভিত্তি করে!
- রিলিজ স্লিপের আবেদনে, যে কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন সেই কলেজে আবেদন করলে তাদের অগ্রাধিকার দেয়া হবে নাহ।
আরও পড়ুন: নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্সের মধ্যে পার্থক্য
- শুধুমাত্র ১ম মেধা তালিকায় এই অগ্রাধিকার দেওয়া হয়।
- এটাই প্রথম এবং শেষ রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি।
- এ পরে আর কোন রিলিজ স্লিপ প্রকাশ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়।
- আবেদনের আগে ভাল করে সিদ্ধান্ত নিয়ে ৩ টি কলেজ চয়েজ করবেন।
- এই রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ না পেলে, আপনি এই সেশনে মাস্টার্স শেষ পর্বে নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবেন না।
- সুযোগ না পেলে আপনি প্রাইভেট মার্স্টাসে ভর্তি হতে পারবেন।
- আর্থিক অবস্থা ভাল না হলে, আপনি বেসরকারি কলেজে চয়েজ দিবেন না।
- বেসরকারি পড়তে কমপক্ষে ত্রিশ হাজার টাকার মত খরচ হতে পারে এক বছরে।
- সরকারিতে পড়তে প্রায় পনেরো হাজার খরচ হতে পারে এক বছরে।
মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন লিংক:
মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি:
লগিন করার পরে এই পেজটি দেখতে পাবেন, তারপরে 1st Release Slip ক্লিক করুন।
Choice 1 মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি
- College Applied for: Govt. B. L. College
- Subject Choice List: 1. HISTORY
Choice 2 মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি
- College Applied for: Khulna Govt. Mahila College
- Subject Choice List: 1. HISTORY
Choice 3 মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি
- College Applied for: Jessore Govt. Mahila College
- Subject Choice List: 1. HISTORY
Submit Application মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি