মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি ও সর্তকতা

আজ ২৭ অক্টোবর থেকে শুরু হলো মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপের অনলাইন আবেদন। আবেদন করার শেষ সময়সীমা ০৬/১১/২০২২ তারিখ রাত ১২ টা পর্যন্ত। রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Applicant Login অপশনে Masters (Regular) Login লিংকে গিয়ে প্রাথমিক আবেদন ফরমে উল্লিখিত রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্যসহ রিলিজ স্লিপের আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

 

মাস্টার্স নিয়মিত ভর্তির রিলিজ স্লিপে আবেদন বিজ্ঞপ্তি ২০২২

 

আরও পড়ুুন:

 

মাস্টার্স নিয়মিত ভর্তির রিলিজ স্লিপে আবেদনের শর্তাবলী:

  • ক) মেধা তালিকায় স্থান পায়নি
  • খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
  • গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে,

 

রিলিজ স্লিপে আবেদন করবেন যেভাবে:

  • যেকোন কম্পিউটার দোকান বা মোবাইল ফোন থেকে এডমিশন রোল ও পিন নম্বর দিয়ে ওয়েবসাইটে লগইন করে রিলিজ স্লিপের আবেদন করতে পারবেন।
  • সিট খালি থাকা সাপেক্ষে, চাইলে পূর্বে আবেদনকৃত কলেজসহ মোট ৩টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করা যাবে। ঠিক ৩টি কলেজে আবেদন করতে হবে। একটা কমও নাহ বেশিও নাহ।
  • মেধা তালিকায় যাদের স্থান হয়নি অথবা, চান্স হয়েও যারা ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছেন শুধুমাত্র তারাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।

 

মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন সর্তকতা:

  • রিলিজ স্লিপে আবেদন করার পর আবেদন ফর্ম কলেজে জমাদানের প্রয়োজন নেই।
  • রিলিজ স্লিপের মেধা তালিকা দেওয়া হবে সিজিপিএ-র উপর ভিত্তি করে!
  • রিলিজ স্লিপের আবেদনে, যে কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন সেই কলেজে আবেদন করলে তাদের অগ্রাধিকার দেয়া হবে নাহ।

আরও পড়ুন: নিয়মিত মাস্টার্স এবং প্রাইভেট মাস্টার্সের মধ্যে পার্থক্য

  • শুধুমাত্র ১ম মেধা তালিকায় এই অগ্রাধিকার দেওয়া হয়।
  • এটাই প্রথম এবং শেষ রিলিজ স্লিপের বিজ্ঞপ্তি।
  • এ পরে আর কোন রিলিজ স্লিপ প্রকাশ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়।
  • আবেদনের আগে ভাল করে সিদ্ধান্ত নিয়ে ৩ টি কলেজ চয়েজ করবেন।
  • এই রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ না পেলে, আপনি এই সেশনে মাস্টার্স শেষ পর্বে নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবেন না।
  • সুযোগ না পেলে আপনি প্রাইভেট মার্স্টাসে ভর্তি হতে পারবেন।
  • আর্থিক অবস্থা ভাল না হলে, আপনি বেসরকারি কলেজে চয়েজ দিবেন না।
  • বেসরকারি পড়তে কমপক্ষে ত্রিশ হাজার টাকার মত খরচ হতে পারে এক বছরে।
  • সরকারিতে পড়তে প্রায় পনেরো হাজার খরচ হতে পারে এক বছরে।

মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন লিংক:

 

রিলিজ স্লিপের আবেদন লিংক

 

মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি:

 

লগিন করার পরে এই পেজটি দেখতে পাবেন, তারপরে 1st Release Slip ক্লিক করুন।

Choice 1 মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি

  • College Applied forGovt. B. L. College
  • Subject Choice List1. HISTORY

Choice 2 মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি

  • College Applied for: Khulna Govt. Mahila College
  • Subject Choice List1. HISTORY

Choice 3 মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি

  • College Applied forJessore Govt. Mahila College
  • Subject Choice List1. HISTORY

Submit Application মাস্টার্স শেষ পর্বের রিলিজ স্লিপের আবেদন পদ্ধতি

 

 

Notes

If all the information is correct please click on the “Submit Application” button, Otherwise, click on the “Cancel” button to go back to the form.

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ – NU Recent Notice 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড ২০২৪ মূলত ২০২৪ সালের সকল নোটিশ প্রচার করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের …