বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা ২৮ অক্টোবর ২০২২

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা নিতে বাধা নেই। হাইকোর্টের আদেশ স্থগিত, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদের পরীক্ষা নিতে বাধা নেই , পরীক্ষার তারিখঃ ২৮ অক্টোবর ২০২২। বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

 

 

 

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা ২৮ অক্টোবর ২০২২

  • প্রতিষ্ঠানঃ বাংলাদেশ ব্যাংক
  • পদের নামঃ সহকারী পরিচালক (সাধারণ) – ২২৫ পদ
  • পরীক্ষার তারিখঃ ২৮ অক্টোবর ২০২২
  • পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ – ১১.০০ টা
  • আসন বিন্যাসঃ পরবর্তীতে জানিয়ে দেবে
  • প্রবেশপত্রঃ পূর্বেই দিয়েছে

ডুপ্লিকেট প্রবেশপত্রঃ

 

আপিল বিভাগের চেম্বার আদালতের এই আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি নিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। তিনি প্রথম আলোকে বলেন, ‘২৮ অক্টোবর ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত রোববার হাইকোর্ট রুল দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন। বিজ্ঞপ্তি অনুসারে, ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি হওয়ার কথা।

 

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গতকাল সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পক্ষে আবেদন করা হয়। আজ আবেদনটির ওপর শুনানি হয়।

 

আজ আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ শুনানিতে ছিলেন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক ও মো. রাশেদুল হক।

 

গত ১০ মে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালকের (সাধারণ) ২২৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রার্থীদের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর (১০ মে,২০২২) হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

তবে বিসিএস ছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। অর্থাৎ, আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করতে বলা হয়।

 

এ অবস্থায় বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধন না করার বৈধতা নিয়ে চাকরিপ্রত্যাশী ত্রিশোর্ধ্ব মির্জা রকিবুল হাসান ১২ অক্টোবর রিট করেন। রিটে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুসারে বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করা হয়নি বলে অনেক চাকরিপ্রত্যাশী অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Bangladesh Bank Senior Officer General Exam Date 2023

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪

বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক (AD) পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচী। বাংলাদেশ …