জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বা National University, Bangladesh নামে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। গাজীপুর জেলার বোর্ড বাজারে ১১.৩৯ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। শিক্ষার্থী অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ২,২৮৩ টি অধিভুক্ত কলেজে অধ্যয়ন করে ২৮ লাখেরও বেশি শিক্ষার্থী।

ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অভ্যন্তরীণ শিক্ষাকার্যক্রম পরিচালনায় বাড়তি চাপে ছিল। সেই চাপ কমাতে ও অধিভূক্ত কলেজগুলোর মান উন্নয়নে লক্ষ্যে ১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়।

এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়

  • বাংলা: জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ইংরেজি: National University
  • প্রতিষ্ঠাকালঃ ১৯৯২ সালের ২১শে অক্টোবর
  • Chancellor(আচার্য)- মহামান্য রাষ্ট্রপতি
  • VC(উপাচার্য)- ড.মশিউর রহমান (১১তম) ২০২১- বর্তমান।
  • [১ম উপাচার্য- মুহাম্মদ আবদুল বারী (১৯৯২-১৯৯৬)]
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য- “সকল জ্ঞানীর উপরে আছেন এক মহাজ্ঞানী”
  • ধরনঃ স্বায়ত্তশাসিত (পাবলিক )
  • ১ম সমাবর্তন- ১৭ই জানুয়ারি ২০১৭ আচার্য্য মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
  • অধিভুক্ত কলেজ- সরকারী ও বেসরকারী সহ ২ হাজার ২৪৯ টি।
  • বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়

 

পাঠিত কোর্সঃ

  • স্নাতক
    বি.এ, বি.এস.এস, বি.বি.এ, বি.এসসি
  • স্নাতকোত্তর
    এম.এ, এম.এস.এস, এম.বি.এ, এম.এস
  • ডক্টরেট শিক্ষার্থী
    এম.পিল, পিএইচডি

ওয়েবসাইটঃ
www.nu.ac.bd or www.nubd.info
ফেসবুক পেজঃ জাতীয় বিশ্ববিদ্যালয়

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ঢাকা পূর্ব ভ্যাট পরীক্ষার সময়সূচি ২০২৪ – vatdhkeast Exam Date

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা’র নথি নম্বর:২(২৩)১৪২/জনপ্রশাঃ/ঢা:পূর্ব: কমি:/নিয়োগ ২০২৩/৪৭০, তারিখ:২৫-০১-২০২৪খ্রি. অনুযায়ী গত …