কেমন ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন? প্রতিষ্ঠার প্রায় আড়াই দশক পর ২০১৭ সালের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। দীর্ঘ দিন পরে এ সমাবর্তন অনুষ্ঠিত হওয়াই শিক্ষার্থীরা যেমন খুশি তেমনি নানা অব্যবস্থাপনা আর ভোগান্তির কারণে অনেককে মন খারাপ করে থাকতে দেখা গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন তথ্যঃ
- সমাবর্তনে অংশগ্রহণে তিন হাজার টাকা এন্ট্রি ফি নেয়া হয়েছে।
- সমাবর্তনের জন্য প্রদান করা গাউন অনুষ্ঠান শেষে বুথে ফেরত দিয়ে আসতে হয়েছে।
- সার্টিফিকেট প্রতি ৫০০ টাকা করে নিলেও সবাইকে সার্টিফিকেট ছাড়াই বাসায় ফিরতে হয়েছে।
- সমাবর্তনে সার্টিফিকেট দেয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন অর রশিদ বলেন, সমাবর্তনে সার্টিফিকেট দিতে হবে এমন নিয়ম নেই। সবাইকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গিয়ে সার্টিফিকেট আনতে হবে।
- ১ম সমাবর্তনে আবেদন করেছিল ৪৯৩৩ জন।
১ম সমাবর্তনে যেসকল শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পেয়েছিলঃ
- ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ডিগ্রী পাস
- ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত অনার্স
- ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত মাস্টার্স ফাইনাল
- ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বিবিএ
- ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত এমবিএ
- ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিএড অনার্স
- ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত এমএড
- ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সিএসই
- ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বিএফএ অনার্স
- ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত বিএফএ পাস
- ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত ইসিই
- ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত এলএলবি ফাইনাল
- ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত এমএসসি ইন সিএসই