মাস্টার্স রেজাল্ট ২০২৫ – মাস্টার্স রেজাল্ট দেখার নিয়ম

মাস্টার্স রেজাল্ট ২০২৪: মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল আজ ওয়েবসাইটে প্রকাশ। মাস্টার্স শেষ পর্বের এবারের পরীক্ষায় পাশের হার ৬৬ দশমিক ৩০ শতাংশ। রাত ৮ টায় ফল দেখা যাবে। পরীক্ষায় ১ লাখ ৭৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ১৮ হাজার ১২১জন পরীক্ষার্থী পাস করেছে। Nu Latest result/Nu Info result এই ওয়েবসাইটে ফলাফল আপলোড না করা পর্যন্ত রেজাল্ট দেখা কষ্টসাধ্য। ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। শীগ্রই সার্ভারগুলো চালু করবে। যাদের হাই স্পিড ইন্টারনেট আছে Nu main result website এ ট্রাই করেন,ওখানে দেখা যাচ্ছে। ৪-৫টা দেখতে পারছিলাম।

 

504077204-1390597905527486-1530613664232177537-n

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের জিপিএ/সিজিপিএ/বিভাগ নির্ণয়

মাস্টার্স রেজাল্ট দেখার নিয়ম:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষ পর্বের ফলাফল আপনি দুইভাবে দেখতে পারবেন। প্রথমত মেসেজের মাধ্যমে; দ্বিতীয়ত অনলাইনে। মেসেজের মাধ্যমে ফলাফল দেখলে আপনি শুধু আপনার গ্রেডগুলো দেখতে পারবেন। তবে আপনি অনলাইনে ফলাফল দেখলে সিজিপিএ-সহ দেখতে পাবেন।

 

 
  Name of Examination
  Roll
  Registration No.
  Year of Examination
 
  
  

SMS বা মেসেজের মাধ্যমে ফলাফল দেখার নিয়ম:

যে কোন ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: NU এরপর একটি স্পেস দিয়ে লিখুন MF তারপরে আবার একটি স্পেস দিয়ে আপনার Roll No  লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। ফিরতি মেসেজে আপনার ফলাফল পেয়ে যাবেন নিচের মেসেজে মত। এরপরে সিজিপিএ হিসাব করে বের করুন। উদাহরণ: NU MF 2380247 এবং পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। আপনি যে কোন অপরারেটর দিয়ে মেসেজ করতে পারেন । চার্য প্রতি মেসেজ ২.৫৭ টাকা মাত্র।

310165654-1200077480551428-2345639950842635844-n-copy

 

অনলাইনে ফলাফল দেখার নিয়ম:

অনলাইনে আপনি তিনভাবে ফলাফল দেখতে পারবেন। আমি পর্যাক্রমে ধারণা দিচ্ছি আপনাকে। তবে সবার আগে ফলাফল পেতে আপনাকে কৌশলী হতে হবে এবং দ্রুত গতির ইন্টারনেট দরকার হবে।

পদ্ধতি ১:

  • http://www.nu.ac.bd/results/
  • Masters Final” অপশনে ক্লিক করুন
  • আপনার মাস্টার্স এডিমট দেখে রোল/রেজিষ্ট্রেশন নং দিন
  • আপনার পাসের সন ২০১৯ দিন
  • ক্যাপচা দিন আপনার সামনে যা প্রদর্শিত হচ্ছে, যেমন: BvCqa
  • Search Results-এ ক্লিক দিন।

পদ্ধতি ২:

  • www.nubd.info
  • Results  ট্যাব এ ক্লিক করুন
  • তারপরে সর্বশেষ ফলাফল দেখুন

পদ্ধতি ৩:

  • http://www.nubd.info/res_mf/indivisul_masterse_result.php?roll_number=(কপি করে রোল বসাবেন স্পেস ছাড়া)&exam_year=2021
  • উপরের লিংক কপি করে আপনার ফোন বা ল্যাপটপে প্রবেশ করুন
  • তারপরে এডিট করে আপনার রোল বসান
  • এরপরে এন্টার বা ফোনের কী চাপুন

মাস্টার্স রেজাল্ট ২০২৫ অফিশয়াল বিজ্ঞপ্তি

504001326-737181072211384-5876581532334091721-n

মাস্টার্স রেজাল্ট ২০২৫ প্রকাশিত ফলাফল

২০২২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফলাফল অদ্য ০৪/০৬/২০২৫ তারিখ রোজ বুধবার বিকাল ৬:০০ টায় প্রকাশিত হবে। ১৮০টি কলেজের ১,৯৫,৫৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশের হার ৬৯.২৫%। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গিত বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে । পরীক্ষার ফলাফল http://recentresult.nu.ac.bd অথবা http://result.nu.ac.bd/ ওয়েব সাইট থেকে জানা যাবে।

 

 

People also search:

মাস্টার্স প্রিলিমিনারি রেজাল্ট ২০২২, মাস্টার্স রেজাল্ট ২০২২, মাস্টার্স রেজাল্ট দেখার নিয়ম, মাস্টার্স রেজাল্ট ২০২২ দেখার নিয়ম, মাস্টার্স রেজাল্ট ২০২২, মাস্টার্স রেজাল্ট ২০২২,

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে হবে ২০২২

মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২২ সেশন এর মাস্টার্স শেষ পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখতে নিচের …