ডিগ্রী ১ম বর্ষ থেকে ২য় বর্ষ প্রমোশনের নূন্যতম যোগ্যতা

২০২১ সালের ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী Online সম্পন্ন করা হবে। ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ রেগুলেশন অনুযায়ী অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ রেগুলেশন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd তে দেয়া আছে।

ডিগ্রি ১ম বর্ষ থেকে ডিগ্রি ২য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী

  • জাতীয় বিশ্ববিদ্যালয় এর নিয়ম অনুযায়ী, ডিগ্রি ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য সকল বিষয়ে উপস্থিত থেকে কমপক্ষে ৩টি বিষয়ে পাশ করতে হবে।
  • একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।তবেই প্রমোশন পাবেন।
  • একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল Not-Promoted আসবে। Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না।আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী সেশনে পুনঃভর্তি ফি দিয়ে, ফরম পূরণ করে পরীক্ষা দিতে হবে।
  • F প্রাপ্ত বিষয়ের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীত করতে হবে।(রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদের মধ্যে)

 

  • শুধুমাত্র C, D বা F পেলে Improvement দিতে পারবেন। C,D প্রাপ্ত যেকোনো ২টি সাবজেক্ট এ ইমপ্রুভমেন্ট দিতে পারবেন।
  • ১০০ মার্কের মধ্যে ৪০ পেলে পাশ। ৩ ঘন্টা ৩০ মিনিটের পরীক্ষা।
  • ৮০ মার্কের পরীক্ষা হবে।
  • ২০ মার্ক ইনকোর্স পরীক্ষা যা আপনার কলেজের হাতে।
  • তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস করবে। আলাদাভাবে পাস করতে হবে না।

 

ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষার সকল শিক্ষার্থীকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ডিগ্রী ১ম বর্ষের সময়সূচি ও কেন্দ্র তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে। ডিগ্রী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য ০৭টি পর মধ্যে কমপক্ষে ০৩টি পত্রে D গ্রেড বা তার চেয়ে বেশী গ্রেড পেতে হবে।

degree-1st-Promotion-3

 

আরও পড়ুনঃ ডিগ্রি ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের যোগ্যতা

 

ডিগ্রী ১ম বর্ষ থেকে ২য় বর্ষ প্রমোশনের নূন্যতম যোগ্যতাঃ

  • ১০০ (৪ ক্রেডিট) (৮০ নম্বর লিখিত পরীক্ষা এবং ২০ নম্বর ইনকোর্স)
  • কোর্সের নম্বর সর্বনিম্ন পাস নম্বরঃ ৪০
  • সর্বনিম্ন গণনাযোগ্য ক্রেডিটঃ D
  • ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য ০৭টি পর মধ্যে কমপক্ষে ০৩টি পত্রে D গ্রেড বা তার চেয়ে বেশী গ্রেড পেতে হবে।
  • সকল পত্রের পরীক্ষায় উপস্থিত থাকতে হবে।

 

ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের নূন্যতম যোগ্যতাঃ

ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষা (৭০০ নম্বর) (নিয়মিত): ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০২০ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষা (অনিয়মিত):

  • ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৭, ২০১৮ , ২০১৯ ও ২০২০ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৬, ২০১৭ ও ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য (Not Promoted) হয়েছে তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
  • ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে F গ্রেড পেয়ে ২য় বর্ষে উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
  • ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৬, ২০১৭, ২০১৮ , ২০১৯ ও ২০২০ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৯ সালের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে উত্তীর্ণ (Promoted-C) হয়েছে তাদের অনুপস্থিত কোর্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
  • উপরোক্ত শিক্ষার্থীদেরকে ১ম বর্ষে “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস” আবশ্যিকসহ নৈর্বাচনিক বিষয়গুলোর ১ম ও ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • ১ম বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাঞ্ছনীয়।

ডিগ্রী ১ম বর্ষ মানোন্নয়ন পরীক্ষাঃ

২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৭, ২০১৮ , ২০১৯ ও ২০২০ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৯ সালের ১ম বর্ষের পরীক্ষায় প্রথম বারের মত অংশগ্রহণ করে যে সমস্ত কোর্সে C ও D গ্রেড পেয়েছে তারা C ও D গ্রেড পাওয়া সর্বোচ্চ দু’টি কোর্সে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। F গ্রেড প্রাপ্ত পত্রে C বা D গ্রেডে উন্নীত হলে ঐ পত্রে মানোন্নয়ন পরীক্ষার কোন সুযোগ নাই।

ডিগ্রী ১ম বর্ষের সিলেবাসঃ

  • ২০২১ সালের ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষার সকল শিক্ষার্থীকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • এ সকল শিক্ষার্থীরা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ডিগ্রী ১ম বর্ষের পাশ নম্বর কত?

মোট ১০০ নম্বর অর্থাৎ ৪ ক্রেডিট। যার ৮০ নম্বর লিখিত পরীক্ষা এবং ২০ নম্বর ইনকোর্স পরীক্ষা। কোর্সের নম্বর সর্বনিম্ন পাস নম্বর ৪০ যা সর্বনিম্ন গণনাযোগ্য ক্রেডিট D।

 

ডিগ্রী ১ম বর্ষ থেকে ২য় বর্ষ প্রমোশনের নূন্যতম যোগ্যতা

 

degree-1st-Promotion-2022-1

degree-1st-Promotion-2022-2

 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

degree 3rd year result 2023 - nu.ac.bd/results

ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ – Degree 3rd Year Result 2024

২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের …