২০২১ সালের ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী Online সম্পন্ন করা হবে। ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ রেগুলেশন অনুযায়ী অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ রেগুলেশন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd তে দেয়া আছে।
ডিগ্রি ১ম বর্ষ থেকে ডিগ্রি ২য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী
- জাতীয় বিশ্ববিদ্যালয় এর নিয়ম অনুযায়ী, ডিগ্রি ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য সকল বিষয়ে উপস্থিত থেকে কমপক্ষে ৩টি বিষয়ে পাশ করতে হবে।
- একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।তবেই প্রমোশন পাবেন।
- একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল Not-Promoted আসবে। Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না।আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী সেশনে পুনঃভর্তি ফি দিয়ে, ফরম পূরণ করে পরীক্ষা দিতে হবে।
- F প্রাপ্ত বিষয়ের গ্রেডকে অবশ্যই কমপক্ষে D গ্রেডে উন্নীত করতে হবে।(রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদের মধ্যে)
- শুধুমাত্র C, D বা F পেলে Improvement দিতে পারবেন। C,D প্রাপ্ত যেকোনো ২টি সাবজেক্ট এ ইমপ্রুভমেন্ট দিতে পারবেন।
- ১০০ মার্কের মধ্যে ৪০ পেলে পাশ। ৩ ঘন্টা ৩০ মিনিটের পরীক্ষা।
- ৮০ মার্কের পরীক্ষা হবে।
- ২০ মার্ক ইনকোর্স পরীক্ষা যা আপনার কলেজের হাতে।
- তত্বীয় ও ইনকোর্স মিলে ৪০ পেলেই পাস করবে। আলাদাভাবে পাস করতে হবে না।
ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষার সকল শিক্ষার্থীকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ডিগ্রী ১ম বর্ষের সময়সূচি ও কেন্দ্র তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে। ডিগ্রী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য ০৭টি পর মধ্যে কমপক্ষে ০৩টি পত্রে D গ্রেড বা তার চেয়ে বেশী গ্রেড পেতে হবে।
আরও পড়ুনঃ ডিগ্রি ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের যোগ্যতা
ডিগ্রী ১ম বর্ষ থেকে ২য় বর্ষ প্রমোশনের নূন্যতম যোগ্যতাঃ
- ১০০ (৪ ক্রেডিট) (৮০ নম্বর লিখিত পরীক্ষা এবং ২০ নম্বর ইনকোর্স)
- কোর্সের নম্বর সর্বনিম্ন পাস নম্বরঃ ৪০
- সর্বনিম্ন গণনাযোগ্য ক্রেডিটঃ D
- ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য ০৭টি পর মধ্যে কমপক্ষে ০৩টি পত্রে D গ্রেড বা তার চেয়ে বেশী গ্রেড পেতে হবে।
- সকল পত্রের পরীক্ষায় উপস্থিত থাকতে হবে।
ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের নূন্যতম যোগ্যতাঃ
ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষা (৭০০ নম্বর) (নিয়মিত): ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ও ২০২০ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।
ডিগ্রী ১ম বর্ষ পরীক্ষা (অনিয়মিত):
- ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৭, ২০১৮ , ২০১৯ ও ২০২০ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৬, ২০১৭ ও ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেনি অথবা অংশগ্রহণ করে অকৃতকার্য (Not Promoted) হয়েছে তারা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে F গ্রেড পেয়ে ২য় বর্ষে উত্তীর্ণ হয়েছে সে সকল শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৬, ২০১৭, ২০১৮ , ২০১৯ ও ২০২০ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৯ সালের ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে উত্তীর্ণ (Promoted-C) হয়েছে তাদের অনুপস্থিত কোর্সে এ পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
- উপরোক্ত শিক্ষার্থীদেরকে ১ম বর্ষে “স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস” আবশ্যিকসহ নৈর্বাচনিক বিষয়গুলোর ১ম ও ২য় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- ১ম বর্ষের সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাঞ্ছনীয়।
ডিগ্রী ১ম বর্ষ মানোন্নয়ন পরীক্ষাঃ
২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০১৭, ২০১৮ , ২০১৯ ও ২০২০ সালের রেজিষ্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থী যারা ২০১৯ সালের ১ম বর্ষের পরীক্ষায় প্রথম বারের মত অংশগ্রহণ করে যে সমস্ত কোর্সে C ও D গ্রেড পেয়েছে তারা C ও D গ্রেড পাওয়া সর্বোচ্চ দু’টি কোর্সে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। F গ্রেড প্রাপ্ত পত্রে C বা D গ্রেডে উন্নীত হলে ঐ পত্রে মানোন্নয়ন পরীক্ষার কোন সুযোগ নাই।
ডিগ্রী ১ম বর্ষের সিলেবাসঃ
- ২০২১ সালের ডিগ্রী পাস কোর্স ১ম বর্ষ পরীক্ষার সকল শিক্ষার্থীকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- এ সকল শিক্ষার্থীরা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
ডিগ্রী ১ম বর্ষের পাশ নম্বর কত?
মোট ১০০ নম্বর অর্থাৎ ৪ ক্রেডিট। যার ৮০ নম্বর লিখিত পরীক্ষা এবং ২০ নম্বর ইনকোর্স পরীক্ষা। কোর্সের নম্বর সর্বনিম্ন পাস নম্বর ৪০ যা সর্বনিম্ন গণনাযোগ্য ক্রেডিট D।
ডিগ্রী ১ম বর্ষ থেকে ২য় বর্ষ প্রমোশনের নূন্যতম যোগ্যতা