ডিগ্রি ২য় বর্ষ থেকে ডিগ্রি ৩য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী

ডিগ্রি ২য় বর্ষের(২০১৮-১৯) পরীক্ষার্থীরা, ডিগ্রি ২য় বর্ষ থেকে ডিগ্রি ৩য় বর্ষে প্রমোশনের নিয়মাবলী অবশ্যই জেনে রাখুনঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় এর নিয়ম অনুযায়ী, ডিগ্রি ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য সকল বিষয়ে উপস্থিত থেকে কমপক্ষে ৩টি বিষয়ে পাশ করতে হবে।
একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।তবেই প্রমোশন পাবেন।
  • ১০০ মার্কের মধ্যে ৪০ পেলে পাশ। ৩ ঘন্টা ৩০ মিনিটের পরীক্ষা।
  • ৮০ মার্কের পরীক্ষা হবে। ৩২ পেলে পাশ।
  • ২০ মার্ক ইনকোর্স পরীক্ষা যা আপনার কলেজের হাতে। এটাতে ৮ পেলে পাশ।
একের অধিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল Not-Promoted আসবে। Not- promoted হলে আপনি পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন পাবেন না।আপনার ১ বছর শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী সেশনে পুনঃভর্তি ফি দিয়ে, ফরম পূরণ করে পরীক্ষা দিতে হবে।
শুধুমাত্র C, D বা F পেলে Improvement দিতে পারবেন। C,D প্রাপ্ত যেকোনো ২টি সাবজেক্ট এ ইমপ্রুভমেন্ট দিতে পারবেন।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin