২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল ২২/০২/২০২৪ তারিখ রাত ৮:০০টায় প্রকাশ করা হবে। সারা দেশের ৭০২ টি কেন্দ্রে ১৮৮৪ টি কলেজের সর্বমোট ১৩৯১২৩ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৫৮.৭০%। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে অদ্য রাত ৮.০০ থেকে পাওয়া যাবে ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য ২২/০২/২০২৪ তারিখ রাত ৮:০০টায় প্রকাশ করা হবে । সারা দেশের ৭০২ টি কেন্দ্ৰে ১৮৮৪ টি কলেজের সর্বমোট ১,৩৯,১২৩ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে । ২০২১ সালের ৩য় বর্ষ পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ।
গড় পাশের হারঃ ৫৮.৭০%। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে অদ্য রাত ৮.০০ থেকে পাওয়া যাবে । ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোন আপত্তি/অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
ডিগ্রি ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ – Degree 3rd Year Result 2024
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখুনঃ
- NU [space] Deg [space] Roll_no Send SMS to 16222
- Example: NU Deg 8342324
রেজাল্ট দেখার ওয়েবসাইট লিংকঃ
যেভাবে ফলাফল চেক করবেনঃ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট
- (http://www.nu.ac.bd/results/)-এ প্রবেশ করে
- “Degree” 3rd Year অপশনে ক্লিক করুন।
- আপনার ডিগ্রি কোর্সের রেজিষ্ট্রেশন নং দিন।
- Exam Year “2021” সিলেক্ট করে Search Result বাটনে ক্লিক করলে আপনার ফলাফল প্রদর্শিত হবে।
রাত ৮ টায় ফলাফল প্রকাশ করার কথা থাকলেও এনইউর বিকল্প সার্ভারে ফলাফল আপডেট করা হয়েছে। সন্ধ্যার মধ্যে কোনো ঝামেলা ছাড়াই সকল ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। ১,৩৯,১২৩ ফলাফল প্রত্যাশী শিক্ষার্থী ওয়েবসাইট-এ একসাথে ফলাফল দেখার চেষ্টা করলে সার্ভার সমস্যা দিবে,এটাই স্বাভাবিক! ধৈর্য্য রেখে ওয়েবসাইট-এ ফলাফল দেখার চেষ্টা করুন।