সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৩তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০০০ এর প্রার্থী ডা. সুমনা সরকারকে [রেজিস্ট্রেশন নম্বর-০০১৪৬৮] বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে (Provisionally) সুপারিশ করা হলো।

প্রার্থীর আবেদনপত্রের সাথে সংযুক্ত সনদ, তথ্য, ডকুমেন্টস এবং আবেদনপত্রে প্রার্থীর অঙ্গীরকারনামার ভিত্তিতে কমিশন কর্তৃক প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সংযুক্ত সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হলে বা প্রাক্ চাকরি জীবন বৃত্তান্ত যাচাইয়ের পর চাকরির জন্য অযোগ্য বিবেচনা করা হলে উক্ত প্রার্থীর সুপারিশ বাতিল হবে।
[নুর আহমদ]
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)
[যুগ্ম সচিব]
তারিখ:
২২ আশ্বিন ১৪২৮
০৭ অক্টোবর ২০২১
খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!