প্রথমে বর্তমান সিলেবাসে নাম্বার বন্টন দেখে নিই
বাংলা — ৩৫
ইংরেজি –৩৫
গনিত –১৫
মানসিক দক্ষতা –১৫
বিজ্ঞান –১৫
কম্পিউটার –১৫
বাংলাদেশ — ৩০
আন্তর্জাতিক –২০
ভূগোল — ১০
সুশাসন ও নাগরিকতা –১০
বর্তমানে ২০০ নাম্বারের প্রিলিমিনারি হওয়ায় সিলেবাসের বিস্তৃতি যেমন বেড়েছে তেমনি পড়াশুনা বেড়েছে অনেক। এজন্য আমাদের প্রস্তুতি হওয়া দরকার দীর্ঘ মেয়াদী যাতে করে লিখিত পরীক্ষার প্রস্তুতি ও অনেকাংশে হয়ে
যায়।
এবার আসা যাক বই প্রসঙ্গে
বাংলা : বাংলার জন্য কিনবেন
——–
১.যে কোন একটি গাইড (এমপিথ্রি,প্রফেসর্স,ওরাকল)
২.সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
৩.একাদশ শ্রেনির ব্যাকরণ বোর্ড বই
ইংরেজিঃ
————
ইংরেজির জন্য কিনবেন
১.কম্পিটিটিভ এক্সাম বই
২.যে কোন একটি গাইড
৩.একটি গ্রামার বই (এডভান্সড বা পিসিদাস)
৪.সাইফুরস স্টুডেন্ট ভকাবুলারি বই
গণিতঃ
১.এমপিথ্রি গাইড
২.ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির বোর্ড বই
মানসিক দক্ষতাঃ
১.যে কোন একটা গাইড
বিজ্ঞানঃ
১.নবম দশম সাধারণ বিজ্ঞান
২.যে কোন একটি গাইড
কম্পিউটারঃ
১.নবম দশম শ্রেনির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বই
২.ইজি কম্পিউটার বই
বাংলাদেশঃ
১.একটি আপডেট তথ্য সমৃদ্ধ গাইড
২.নবম দশম শ্রেণির পৌরনীতি বই
৩.বাংলাদেশের সংবিধান
৪.বাংলাদেশের মানচিত্র
৫.কারেন্ট এ্যাফেয়ার্স মাসিক সংখ্যা
আন্তর্জাতিকঃ
১.একটি আপডেট তথ্য সমৃদ্ধ গাইড
২.একটি বিশ্ব মানচিত্র
৩.পত্রিকার আন্তর্জাতিক পাতা
ভূগোলঃ
১.নবম দশম শ্রেণির ভূগোল বই
সুশাসন ও নৈতিকতাঃ
১.উচ্চ মাধ্যমিক পৌরনীতি
সবশেষে একটি জব সল্যুশনস।
লেখক: ৩৬ বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশকৃত (মেধা তালিকায় তৃতীয়)