৩৬ তম বিসিএস’র চূড়ান্ত ফলাফল প্রকাশ

৩৬তম বিসিএস’র চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ২ হাজার ৩২৩ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।প্রশাসন ক্যাডারে ২৯২ জন, পুলিশে ১১৭ জন, ট্যাক্সে ৪২জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, স্বাস্থ্যে ১৮৭জন, কৃষিতে ৩২২জন, বিভিন্ন শিক্ষা ক্যাডারে ৯৯৬জনসহ অন্যান্য ক্যাডারে বাকীরা নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। 

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক  এ তথ্য জানিয়ে বলেন, পিএসসির ওয়েবসাইট ও এসএমএস’র মাধ্যমে ফলাফল জানা যাবে।

PSC 36 REGNO লিখে পাঠাতে হবে 16222 নম্বরে, টেলিটক মোবাইল থেকে।

About Sydur Rahman Tanvir

Check Also

Comilla Board HSC English 2nd Paper Question Solution 2024

Comilla Board HSC English 2nd paper exam has been conducted today nationwide. Comilla Board HSC …