সাত কলেজের বৃহস্পতিবার সকল ক্লাস স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের আগামী ২১ -৩-১৯ বৃহস্পতিবারেের  সকল ক্লাস স্থগিত থাকবে।

শুভ দোলযাত্রা উপলক্ষে অনার্স, মাস্টার্স, ডিগ্রির সকল ক্লাস স্থগিত থাকবে। উল্লেখ্য,  কলেজের অফিস ও বিভাগ সমূহ খোলা থাকবে । আগামী ২৩-৩-১৯ শনিবার থেকে যথারীতি ক্লাস চলবে। 

সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ,  বেগম বদরুন্নেসা মহিলা কলেজ , কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ,  শহীদ সোহরাওয়ার্দী কলেজ।                        

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now