অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স শেষ বর্ষের শুধুমাত্র ০৩ ও ১২ অক্টোবরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ০৩ অক্টোবরের স্থগিত পরীক্ষা ১২ অক্টোবর এবং ১২ অক্টোবরের পরীক্ষা ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
৩ অক্টোবরের পরীক্ষা হবে ১২ অক্টোবর এবং ১২ অক্টোবরের পরীক্ষা হবে ২৩ অক্টোবর।
তবে ৭ তারিখের পরীক্ষার কোন পরিবর্তন হয় নি….. অর্থাৎ ৭ অক্টোবর যার যে পরীক্ষা ছিল সেটা যথা সময়ে হবে……
প্রতিদিন দুপুর দেড়টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তি আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ
এদিকে, গত ২৬ আগস্ট তারিখের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উক্ত পরীক্ষা ১৯ অক্টোবর ২০১৭ তারিখ দুপুর ১:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচী
এবার এই পরীক্ষায় সারাদেশে ৬৩টি কলেজের একশ ৬৬টি কেন্দ্রে সর্বমোট এক লাখ ২৪ হাজার নয়শ ৪৯ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে অংশ গ্রহণ করছে।
উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষা সময়সূচী পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী পাবেন এখানে।