Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার পরিবর্তিত সময়সূচী

অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স শেষ বর্ষের শুধুমাত্র ০৩ ও ১২ অক্টোবরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ০৩ অক্টোবরের স্থগিত পরীক্ষা ১২ অক্টোবর এবং ১২ অক্টোবরের পরীক্ষা ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

৩ অক্টোবরের পরীক্ষা হবে ১২ অক্টোবর এবং ১২ অক্টোবরের পরীক্ষা হবে ২৩ অক্টোবর।

তবে ৭ তারিখের পরীক্ষার কোন পরিবর্তন হয় নি….. অর্থাৎ ৭ অক্টোবর যার যে পরীক্ষা ছিল সেটা যথা সময়ে হবে……

প্রতিদিন দুপুর দেড়টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তি আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ

IMG_20171002_210024 এদিকে, গত ২৬ আগস্ট তারিখের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উক্ত পরীক্ষা ১৯ অক্টোবর ২০১৭ তারিখ দুপুর ১:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

Screenshot_2017-10-02-20-53-02

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচী

Screenshot_20171002-204648 Screenshot_20171002-204957 Screenshot_20171002-205010

এবার এই পরীক্ষায় সারাদেশে ৬৩টি কলেজের একশ ৬৬টি কেন্দ্রে সর্বমোট এক লাখ ২৪ হাজার নয়শ ৪৯ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে অংশ গ্রহণ করছে।

উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষা সময়সূচী পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী পাবেন এখানে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

HSC Suggestion

Chittagong Board HSC Bangla 2nd Paper Question Solution 2024

Check Bengali 2nd Paper Question Solution. The HSC exam 2024 has started simultaneously across the …