মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ ১৮/০১/২০২৪ খ্রি. মোতাবেক সরকারি ব্রজলাল কলেজ, খুলনায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) হতে স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর ১ম ও শেষপর্বে নিয়মিত অধ্যয়নরত
সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু)/বৌদ্ধ/খ্রীষ্টান/সশস্ত্র বাহিনী/দৃষ্টি প্রতিবন্ধী/ প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত) ছাত্র-ছাত্রীদের ২০২৩-২০২৪ অর্থবছরে উপবৃত্তি প্রদানের লক্ষ্যে নির্ধারিত ফরমে আবেদন করার জন্য অনুরোধ জানানো হলো। আবেদন ফরম পূরণপূর্বক আগামী ১৪.০৩.২০২৪ খ্রি. তারিখের মধ্যে অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্ষেত্রে স্ব স্ব বিভাগে, উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের একাডেমিক ভবন-১ এ উচ্চ মাধ্যমিক এর অফিস কক্ষে এবং ডিগ্রী (পাস) শ্রেণির ক্ষেত্রে কলেজের প্রশাসনিক ভবনে জমা দিতে বলা হলো। www.blcollege.edu.bd তে পাওয়া যাবে।
সরকারি ব্রজলাল কলেজ উপবৃত্তি বিজ্ঞপ্তি ২০২৪ – আবেদন ফরম ডাউনলোড লিংক
প্রদেয় কাগজপত্রঃ
১। নির্ধারিত আবেদন ফরম
২। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৩। কলেজ পরিচয়পত্রের ফটোকপি আবেদন ফরম কলেজ ওয়েব সাইট
৪। এসএসসি/এইচএসসি/ডিগ্রী পাস / অনার্স পাসের নম্বর ফর্দের ফটোকপি (প্রযোজ্য শ্রেণির ক্ষেত্রে)
৫। প্রশংসাপত্রের কপি
৬। শিক্ষার্থীদের সচল একটি মোবাইল নম্বর
৭। যে কোন ব্যাংকে একটি অনলাইন হিসাব খুলতে হবে (অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে)। একাউন্ট নম্বর, ব্যাংকের নাম, শাখা, ব্যাংক রাউটিং নম্বর এবং চেকের কাভার পেজের ফটোকপি
৮। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বিভাগসমূহ ছাত্র-ছাত্রীদের নিকট হতে প্রাপ্ত ফরম ও কাগজপত্র আগামী ১৭.০৩.২০২৪ খ্রি. তারিখ দুপুর ১২ঃ০০ টার মধ্যে কলেজের প্রশাসনিক ভবনে জমা দিবেন।