ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন

ডাচ্-বাংলা ব্যাংক (DBBL) শিক্ষাবৃত্তি ২০২৪ – এস.এস.সি / সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বিজ্ঞপ্তি। ২০২৪ সালের এস.এস.সি./সমমান, পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন শুরু হবে ১৪ মে ২০২৪ এবং আবেদন শেষ ৮ জুন ২০২৪।

ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে । এই ধারাবাহিকতায় ২০২৪ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

ফলাফলঃ dbbl scholarship result 2024 pdf download

 

২০২৪ সালের এস.এস.সি./সমমান, পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন। ডাচ-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন বিজ্ঞপ্তি

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদনের যোগ্যতা:

ন্যূনতম সিজিপিএ (চতুর্থ বিষয় ব্যতীত) সকল গ্রুপের জন্য

  • যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে: এস.এস.সি./সমমান
  • সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জিপিএ: ৫.০০
  • জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জিপিএ: ৫.০০
  • গ্রামীণ/অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জিপিএ: ৪.৮৩

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ বৃত্তির পরিমাণ ও সময়কাল:

  • শিক্ষার স্তর: এইচ.এস.সি.
  • সময়কাল: ২ বছর
  • মাসিক বৃত্তি: ২৫০০ টাকা

বার্ষিক অনুদান (টাকা)

  • পাঠ্য উপকরণের জন্য: ২৫০০ টাকা
  • পোষাক পরিচ্ছদের জন্য: ১০০০ টাকা

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ বৃত্তির অন্যান্য নীতিমালা:

  • যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না ।
  • গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে ।
  • ২০২৪ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদেরকে অনলাইনে app.dutchbanglabank.com/DBBLScholarship এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তিসহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে:

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন করতে যা লাগবে:

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
  • আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি
  • এস.এস.সি./সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদনের সময়সীমা:

  • আবেদন শুরুর তারিখ: ১৪ মে ২০২৪
  • আবেদনের শেষ তারিখ: ৮ জুন ২০২৪

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ প্রাথমিক ফলাফল:

  • ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১২ জুন ২০২৪।
  • প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ্-বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ১৩ জুন ২০২৪ থেকে ৯ জুলাই ২০২৪

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ চূড়ান্ত ফলাফল:

  • চূড়ান্ত ফলাফল প্রকাশ: পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে । সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না ।

ডাচ-বাংলা ব্যাংক
আপনার বিশ্বস্ত সহযোগী

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Dakhil Result 2022 Madrasah Board with Marksheet

Barisal Board SSC Result 2024 with Marksheet

Regarding the release of SSC exam results 2024. All concerned are hereby informed that the …