প্রজ্ঞাপন এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা রা গেজেটেড কর্মকর্তা। যার নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে একজন উপসচিব এর স্বাক্ষর থাকে। মোট কথা গেজেট নোটিফিকেশন এর মাধ্যমে নিয়োগকৃত কর্মকর্তাগন গেজেটেড। আর জিও জারি অর্থাৎ গভার্মেন্ট অডার এর মাধমে নিয়োগ কৃত সকল কর্মকর্তা গন গেজেটেড নয়।গেজেটেড হতে তারা গেজেট নোটিফিকেশন জারি করে নিয়ে গেজেটেড হয়। গেজেটেড হতে হলে গেজেট নোটিফিকেশন লাগে।
আর পার্থক্যের কথা বললে গেজেটেড অফিসারগন সত্যায়িত করতে পারে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে। গেজেটেড অফিসার ২ প্রকারঃ
- প্রথম শ্রেনি এবং
- দ্বিতীয় শ্রেনি।
নন গেজেটেড অফিসার রাষ্ট্রপতির প্রতিনিধি নয়। তিনি সরকার-এর প্রতিনিধি। অনেক নন-গেজেটেড অফিসার প্রথম ও দ্বিতীয় শ্রেনির আছে তার অনেকে ৪/৫/৬/৭/৮/৯/১০/১১ নং গ্রেড-এ কর্মরত।