অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার পদ্ধতি ২০২৪ | How to Check HSC Result By Online

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী ১৫ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ সকাল ১১.০০টায় প্রকাশিত হবে। সংশ্লিষ্ট সকলকে নিম্নবর্ণিত উপায়ে ফল সংগ্রহ এবং পুন:নিরীক্ষণের আবেদন করার জন্য অনুরোধ করা হলো । শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে না বা প্রকাশিত হবে না । ফলাফল সারসংক্ষেপ স্থানীয় সাংবাদিকগণের ইমেইলে প্রেরণ করা হবে ও বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। পুনঃনিরীক্ষণের জন্য জন্য SMS এর মাধ্যমে ১৬ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ থেকে ২২ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি টেলিটক বাংলাদেশ লি. প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে । এসএমএস দিয়েও ফলাফল দেখতে পারেন নিচে পদ্ধিতে।

প্রতিষ্ঠানভিত্তিক এইচএসসি ফলাফলঃ

প্রতিষ্ঠান প্রধানগণ ১৫/১০/২০২৪ খ্রি: মঙ্গলবার বেলা ১১.০০ টা থেকে তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে উল্লিখিত ফল সংগ্রহ করতে পারবেন । সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য http://mail.educationboard.gov.bd/web/ ওয়েবসাইটের Result কর্ণার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো । পরীক্ষার্থীগণ সমন্বিত শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এর মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে।

ওয়েবসাইটের প্রতিষ্ঠানভিত্তিক এইচএসসি রেজাল্ট চেক করার নিয়ম আলোচনা করছি।

  1. প্রথম ধাপ: আপনার স্মার্টফোন, ট্যাবলেট অথবা ল্যাপটপে যেকোনো ইন্টারনেট ব্রাউজার (যেমনঃ Google Chrome, Mozilla Firefox) ওপেন করুন।
  2. দ্বিতীয় ধাপ: এই লিংকটি ব্যবহার করে সরাসরি Education Board Bangladesh ওয়েবসাইটে যান: http://mail.educationboard.gov.bd/web/
  3. তৃতীয় ধাপ: ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি নিচেরমত একটি ফর্ম দেখতে পাবেন।
  • প্রথমে বোর্ড সিলেক্ট করুন।
  • তারপর আপনার প্রতিষ্ঠান কোড বসান।
  • তারপরে বছর ২০২৪ বসান।
  •  তারপর Get Institution Result ক্লিক করুন।

Education Board Web-based Result System
For Institutions
Board:
EIIN:
Type of result:
Year:

বোর্ডভিত্তিক এইচএসসি ফলাফলঃ

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bdwww.eduboardresults.gov.bd -এ Result ক্লিক করে Result sheet download করা যাবে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে Result বাটনে ক্লিক করে রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে। Result view: https://eduboardresults.gov.bd থেকে রোল ভিত্তিক ফলাফল পাওয়া যাবে। http://login.eduboardresults.gov.bd থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN ও Password ব্যবহার করে Result Sheet download/print করতে পারবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে Result Sheet download/print করতে পারবে।

 
         
  Examination :  
  Year :  
  Board :  
  Roll :  
  Reg: No :  
  8 + 8 =  
         

HSC ফলাফল সকল বোর্ড ২০২৪

বরিশাল বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
ঢাকা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
চট্টগ্রাম বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
সিলেট বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
কুমিল্লা বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
মাদ্রাসা বোর্ড  আলিম ফলাফল ২০২৪ Check Results
দিনাজপুর বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
রাজশাহী বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
ময়মনসিংহ বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
টেকনিক্যাল বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results
যশোর বোর্ড এইচএসসি ফলাফল ২০২৪ Check Results

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

Dhaka Board HSC Result 2023 marksheet with number

HSC Result 2024 Education Board Result Marksheet with Number

HSC Result 2024 All Board With Marksheet. HSC Result 2024 will be released on 15th …