সরকারি কবি নজরুল কলেজ মাস্টার্স শেষ পর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

সরকারি কবি নজরুল কলেজ মাস্টার্স শেষ পর্ব ২০১৯-২০২০ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবিগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৭, ২০১৮, ২০১৯ সনের মাস্টার্স ১ম পর্ব ( প্রিলিমিনারী ) নিয়মিত/অনিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীরা নিম্নবর্ণিত ফি প্রদান করে মাস্টার্স শেষ পর্বে ভর্তি হতে পারবে। ভর্তির তারিখ: ১৩/১১/২০২৩ তারিখ হতে ২৮/১১/২০২৩ তারিখ বিকাল ৫.০০ টা পর্যন্ত।

 

সরকারি কবি নজরুল কলেজ মাস্টার্স শেষ পর্ব ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

image

ভর্তি ফি জমা দেওয়ার নির্দেশনাবলীঃ

বিকাশ অ্যাপ স্কিন মোর/আরো থেকে এডুকেশন ফি সিলেক্ট করুন। শিক্ষা প্রতিষ্ঠানের ট্যাপ করে Kabi Nazrul Govt. College সিলেক্ট করুন। বর্তমান মাস এবং স্টুডেন্ট আইডি নাম্বার দিন। পরবর্তী ফি পেমেন্টের জন্য একাউন্টটি সেভ করতে পারেন। ফি এর পরিমাণ চেক করে পরের স্কিনে যেতে ট্যাপ করুন। পে বিল সম্পন্ন হলে কনফামেশন পাবেন। অ্যাপে দেখে নিতে পারেন বিলের ডিজিটাল রিসিট সংগ্রহ করুন (অথবা) Rocket App এ Log In করুন, Bill Pay অপশনটি নির্বাচন করুন Search Biller এ 4422 অথবা Kabi Nazrul Govt. College লিখে কলেজের নাম নির্বাচন করুন, নির্ধারিত ঘরে আপনার Student ID প্রদান করে Validate অপশনে Click করুন এবং বিলের পরিমাণ ও নাম মিলিয়ে দেখে Ok করুন, Rocket Pin নম্বর প্রদান করে Confirm বাটন Press করুন, তাৎক্ষনিকভাবে আপনার আবেদন ফি পরিশোধিত হবে, একটি ইলেকট্রনিক রশিদ তৈরি হবে যা পরবর্তী প্রয়োজনের জন্য রেখে দিতে পারেন এবং নিশ্চিতকরণ এসএমএস পাবেন।

 

বিভাগে যা যা জমা দিতে হবে:

  1. এসএসসি,
  2. এইচএসসি
  3. ডিগ্রী ৩য় বর্ষ এবং মাস্টার্স ১ম পর্ব পরীক্ষায় পাসের নম্বরপত্র ও
  4. প্রবেশপত্র ০২ সেট স্ব স্ব বিভাগে জমা দিতে হবে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …