প্রশ্ন: চাকরির আবেদনের ক্ষেত্রে পাসিং ইয়ার/সন কোনটা হবে? ব্যাংকের/বেসরকারি/বিসিএস সহ কিছু কিছু আবেদনের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণের তারিখ/অনুষ্ঠিত হওয়ার তারিখ/ফলাফল প্রকাশ তারিখের প্রয়োজন হয় সেখানে যে সালে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন/ ফলাফল প্রকাশ হয়েছে সেটা উল্লেখ করতে হবে। ফলাফল প্রকাশের তারিখ চতুর্থ বর্ষের মার্কশীটের নিচে লিখা থাকে। সেক্ষেত্রে আপনি যদি চতুর্থ বর্ষে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে পাশ করার পর সমন্বয় হওয়ার পর যে তারিখ চতুর্থ বর্ষের মার্কশীটে লিখা থাকবে সেটাই ফলাফল প্রকাশের/পরীক্ষায় অংশগ্রহণের তারিখ হবে। তবে পাশের সন/পাসিং ইয়ার (১৭-১৮) সেশন নিয়মিত হলে ২০২১ হবে।
আপনার শিক্ষাবর্ষ (২০১৭-১৮) নিয়মিত হলে পাসিং ইয়ার ২০২১ হবে। শিক্ষাবর্ষ (১৬-১৭) সেশন নিয়মিত হলে পাসিং ইয়ার ২০২০ হবে। অনিয়মিত হলে ২০২১ হবে (১৬-১৭) সেশনের ক্ষেত্রে।
শিক্ষাবর্ষ (১৫-১৬) সেশন নিয়মিত হলে ২০১৯ হবে। তাহলে ২০১৬ সন ১ম + ২০১৭ সন দ্বিতীয় + ২০১৮ সন তৃতীয় + ২০১৯ সন চতুর্থ বর্ষ (অনার্স – ৪বছর) পাসিং ইয়ার হবে ২০১৯।
শিক্ষাবর্ষ (১৫-১৬) সেশন অনিয়মিত হলে পাসিং ইয়ার হবে ২০২০। এক কথাই আপনি চতুর্থ বর্ষ যে সনে সকল বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটাই আপনার পাসিং ইয়ার হবে।
আপনি যদি (১৭-১৮) সেশনের নিয়মিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২০২২ সালে সেক্ষেত্রে ও আপনার পাসিং ইয়ার/ সন হবে ২০২১।
আপনার শিক্ষাবর্ষ মাস্টার্স ফাইনাল নিয়মিত (২০১৯-২০) সেশন তাহলে মাস্টার্স পাসিং ইয়ার (১বছর) হবে ২০২০। অনিয়মিত হলে ২০২১ হবে।
উল্লেখ্য, নিয়মিত, অনিয়মিত যারা পরীক্ষায় করবেন তাদের সাটিফিকেটে নিয়মিত, অনিয়মিত কোন কিছু উল্লেখ থাকবে না।